বরিশাল বিভাগে বাস ধর্মঘট প্রত্যাহার

barisal bus strike
ধর্মঘটের ফলে গত ১০ আগস্ট সকালে বরিশাল শহরে রূপাতলি স্টেশনে পার্কিং করে রাখা বাস। ছবি: স্টার

বরিশাল-পটুয়াখালী বাস ও মিনিবাস মালিক সমিতি তাদের ডাকা অনির্দিষ্টকালের ধর্মঘট প্রত্যাহার করে নিয়েছে। গত রাতে (১০ আগস্ট) স্থানীয় প্রশাসনের সঙ্গে এক বৈঠকের পর বরিশাল বিভাগে ৩৮টি রুটে বাস ধর্মঘট প্রত্যাহার করা হয়।

সমিতির সাধারণ সম্পাদক কাউসার হোসেন শিপন বলেন, রাত ১০টার দিকে আলোচনার পর স্থানীয় প্রশাসন ও পুলিশ সমিতির নেতাদের ওপর হামলাকারী হিউম্যান হলার শ্রমিকদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেওয়ায় বাস ধর্মঘট প্রত্যাহার করার সিদ্ধান্ত নেওয়া হয়।

উল্লেখ্য, গত সোমবার বরিশাল-পটুয়াখালী সড়কে দুপদাপিয়া এলাকায় সমিতির নেতাদের ওপর কয়েকজন হিউম্যান হলার শ্রমিকের আক্রমণের প্রতিবাদে গতকাল সকালে সমিতির সদস্যরা বরিশাল বিভাগে অনির্দিষ্টকালের বাস ধর্মঘটের ডাক দেয়। এর ফলে, প্রায় ১৬ ঘণ্টা কয়েক হাজার যাত্রী দুর্ভোগের মধ্যে পড়ে।

Comments

The Daily Star  | English
Starlink logo

BTRC approves licence for Starlink

This is the swiftest recommendation from the BTRC for any such licence, according to a BTRC official.

9h ago