বাংলাদেশ-অস্ট্রেলিয়া টেস্ট সিরিজ ২০১৭

যে রেকর্ডে সাকিব আছেন একাই

Shakib Al Hasan
সাকিব আল হাসান। ছবি: এএফপি ফাইল ফটো।

দিন ভালো গেলে বুঝি এমনই। দলকে ঐতিহাসিক টেস্ট জিতিয়েছেন, নিজে হয়েছেন সেরা। সাকিব আল হাসান মিরপুর টেস্টেই যতগুলো কীর্তি গড়েছেন, এর সব ফিরিস্তি বলতে গেলে মাঝে দু-একবার ঢোক গিলতে হবে। এরমধ্যে একটি রেকর্ড সবচেয়ে অনন্য। যেখানে নেই বিশ্বের আর কোন ক্রিকেটারই।

নয় টেস্ট খেলা দলের বিপক্ষেই ৫ উইকেট নেওয়ার কৃতিত্বে নাম উঠেছিলো তিনজনের পাশে। প্রথম ইনিংসের পর দ্বিতীয় ইনিংসেও ৫ উইকেট নিয়েই গড়ে ফেলেছেন আরেক অনন্য কীর্তি। ক্যারিয়ারের ৫০তম টেস্টে নেমে ম্যাচে ১০ উইকেট আর ফিফটি করার রেকর্ড নেই ইতিহাসের কোন ক্রিকেটারেরই। ৫০তম টেস্টে কেবল ১০ উইকেট নেওয়ার রেকর্ড আছে চারজনের। ইংল্যান্ডের ট্রেভর বেইলি, নিউজিল্যান্ডের রিচার্ড হ্যাডলি, শ্রীলঙ্কার মুত্তিয়া মুরালিধরন ও ভারতের হরভজন সিং নিজেদের পঞ্চাশতম ম্যাচে ১০ উইকেট করে নিয়েছিলেন। তবে তাঁরা কেউই ব্যাট হাতে ওই ম্যাচে ফিফটি করতে পারেননি। 

এখানেই থেমে যাওয়ার জো নেই। রেকর্ড হয়েছে আরেকটি। ইতিহাসে একই টেস্টে ফিফটি ও ১০ উইকেটের নেওয়ার মুন্সিয়ানার রেকর্ডে এতদিন ছিলেন কেবল স্যার রিচার্ড হ্যাডলি। সাকিব দুবার তা করে বসলেন হ্যাডলির পাশে। নিউজিল্যান্ডের কিংবদন্তি অলরাউন্ডার করেছেন তিনবার।

আরও আছে, বাঁহাতি স্পিনারদের মধ্যে সবচেয়ে বেশি পাঁচ উইকেট নেওয়ার তালিকায় তিন নম্বরেও উঠে এসেছেন সাকিব। ১৭ বারের মতো ইনিংসে পাঁচ উইকেট নিয়ে ধরে ফেলেছেন ডেরেক আন্ডারউডকে।

বুধবার (৩০ আগস্ট) মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে সব্যসাচী সাকিবের নৈপুণ্যে অস্ট্রেলিয়াকে ২০ রানে হারায় বাংলাদেশ। ব্যাট হাতে প্রথম ইনিংসে দলের বিপর্যয়ে নেমে সাকিব করেন ৮৪ রান। দুই ইনিংসেই বল হাতে করেন বাজিমাত। প্রথম ইনিংসে ৬৮ রানে পাঁচ উইকেট নেওয়ার পর দ্বিতীয় ইনিংসে ৮৫ রানে একই সংখ্যাক উইকেট নিয়ে ধসিয়ে দেন অস্ট্রেলিয়াকে।

আরও পড়ুনঃ রোমাঞ্চকর সাকিবে ঐতিহাসিক জয়

আরও পড়ুনঃ শিশির বলেছিলেন, ‘তুমিই একমাত্র জেতাতে পারো’

Comments