বাংলাদেশ ব্যাটিংয়ে নামতেই যেন বোলিং পিচ!

মুশফিকুর রহিমের ক্যাচ নেওয়ার পর বাভুমাকে ঘিরে প্রোটিয়াদের উল্লাস। ছবি: এএফপি

যে পিচে দক্ষিণ আফ্রিকার চার ব্যাটসম্যান সেঞ্চুরি করলেন। প্রায় ছয়শর কাছে রান তুলে ইনিংস ছেড়ে দিল প্রোটিয়ারা। সেই পিচেই মুশফিকুর রহিমদের অবস্থা তথৈবচ। বাংলাদেশ ব্যাটিংয়ে নামতেই পিচ হয়ে গেল বোলিং স্বর্গ। ৫০ পেরুনোর আগেই শেষ চার ব্যাটসম্যান। চা বিরতির আগে দলের স্কোর ৪ উইকেট ৬১। চার বিরতির পর চার রান যোগ করেই পড়ল আরও দুই উইকেট।

দক্ষিণ আফ্রিকার ব্যাটিংয়ের সময় মোস্তাফিজদের বল ব্যাটসম্যানদের ধন্দে ফেলতে পারল না। মার খেলেন সব টাইগার বোলারই। অথচ বল হাতে নিয়েই অগ্নিমূর্তি কাগিসো রাবাদা, অলিভিয়ারদের। তাদের ছোবলে দিশেহারা বাংলাদেশের প্রথম ইনিংস। 

তামিম নেই তাই ওপেনিংয়ে জুটি বেঁধেছিলেন ইমরুল কায়েস ও সৌম্য সরকার। চোট থেকে ফেরা সৌম্যের কাছে দাবি ছিল বড় কিছুর। দুই চারে ৯ রান করে দায়িত্ব সারেন তিনি। রাবাদার লেগ স্টাম্প মুখি বল কিনা লেগ স্টাম্প থেকে সরে খেলতে গেলেন!  প্রায় একই ভুল মুমিনুলের। প্রথম টেস্টে একটা ফিফটি পেয়েছিলেন। দলের বিপর্যয়ে হাল ধরতে পারতেন। চার রান করেই লেগ স্টাম্পের বাইরে দিয়ে যাওয়া অলিভিয়ারের বলে উইকেটের পেছনে তুলে দিলেন ক্যাচ।

অধিনায়ক মুশফিকুর রহিমের উইকেট পেয়েছেন অলিভিয়ার। তবে তাতে সবচেয়ে বড় অবদান টেম্বা বাভুমার। গালিতে লাফিয়ে হাফ চান্সকে ক্যাচ বানিয়েছেন প্রোটিয়াদের অন্যতম সেরা ফিল্ডার। টাইগার অধিনায়ক ফিরেছেন ৭ রান করে। ৩৬ রানে তিন উইকেট হারানো দলকে দিশা দিতে পারেননি  আরেক অভিজ্ঞ ব্যাটসম্যান মাহমুদউল্লাহ রিয়াদ। চার রান করে ওয়েইন পারনেলের বলে তিনিও ক্যাচ দিয়েছেন উইকেটের পেছনে।

২৬ রান করা ইমরুল কায়েস বিরতির পর এসেই উইকেটের পেছনে খোঁচা দিয়ে আউট হলেন। সাব্বির রহমান রাবাদাকে খেলতে গেলেন লফটেড ড্রাইভ। ফলাফল এক্সট্রা কাভারে সহজ ক্যাচ। 

 

Comments

The Daily Star  | English

Israel strikes Iran

‘Nuclear plant, military sites’ hit; state of emergency declared in Israel fearing Iranian retaliation

16m ago