বাংলাদেশ-ভারত যৌথ প্রযোজনায় বঙ্গবন্ধুকে নিয়ে চলচ্চিত্র

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে যৌথ প্রযোজনায় একটি জীবনীচিত্র তৈরিতে একমত হয়েছে বাংলাদেশ ও ভারত।
বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনীর হিন্দি সংস্করণের মোড়ক উন্মোচন করছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও নরেন্দ্র মোদি। ছবি: টুইটার

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে যৌথ প্রযোজনায় একটি জীবনীচিত্র তৈরিতে একমত হয়েছে বাংলাদেশ ও ভারত।

ভারত সফররত বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে শুভেচ্ছা জানাতে গিয়ে এক বক্তব্যে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এই ঘোষণা দিয়েছেন।

বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে ২০২০ সালে জীবনীচিত্রটি মুক্তিটি পাবে বলেও মোদি জানান। এসময় তিনি বঙ্গবন্ধুর ‘অপ্রকাশিত আত্মজীবনী’-র হিন্দি অনুবাদ প্রকাশেরও ঘোষণা দেন।

বঙ্গবন্ধুর অনন্য ব্যক্তিসত্তা ও নেতৃত্বের প্রশংসা করে ভারতের প্রধানমন্ত্রী বলেন, “তাঁর জীবন, সংগ্রাম এবং বাংলাদেশ সৃষ্টির জন্য অবদান আগামী প্রজন্মকে অনুপ্রেরণা দিয়ে যাবে।”

জাতির জনকের সম্মানে নয়া দিল্লির একটি প্রধান সড়ক বঙ্গবন্ধুর নামে নামকরণ করা হয়েছে বলেও মোদি উল্লেখ করেন।

উল্লেখ্য, বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে ২০২১ সালে বাংলাদেশ ও ভারত যৌথভাবে মুক্তিযুদ্ধের ওপর একটি প্রামাণ্যচিত্র প্রকাশ করবে।

Click here to read the English version of this news

Comments

The Daily Star  | English
Latifur Rahman with Matiur Rahman and Mahfuz Anam

Tribute by Mahfuz Anam: Remembering the flagbearer of independent journalism

As we commemorate Latifur Rahman, we miss his presence, warmth and personal touch in championing the cause of independent journalism.

7h ago