বাংলাদেশ সফরে আসছে অস্ট্রেলিয়া

ক্রিকেট অস্ট্রেলিয়ার প্রধান নির্বাহী জেমস সাদারল্যান্ড বাংলাদেশে এ বছর তার দলের দুটি টেস্ট খেলার ব্যাপারে জোরালো আশাবাদ ব্যক্ত করেছেন।
ক্রিকেট অস্ট্রেলিয়ার প্রধান নির্বাহী জেমস সাদারল্যান্ড, ছবি: সংগৃহীত

ক্রিকেট অস্ট্রেলিয়ার প্রধান নির্বাহী জেমস সাদারল্যান্ড বাংলাদেশে এ বছর তার দলের দুটি টেস্ট খেলার ব্যাপারে জোরালো আশাবাদ ব্যক্ত করেছেন।

সাদারল্যান্ড আজ এবিসি রেডিওকে বলেন, “এর সম্ভাবনা অনেক বেশি।”

“আমরা দেখেছি গেল বছর ইংল্যান্ড বাংলাদেশ সফরে এসেছিল। সফরকারী দলকে পর্যাপ্ত নিরাপত্তা দেওয়া হয়েছিল। এছাড়াও, আমাদের নিরাপত্তা প্রধান শন ক্যারল নিরাপত্তা ব্যবস্থা দেখার জন্য সে দেশে গিয়েছিলেন।”

সাদারল্যান্ডের ভাষায়, “আসলে যখন-তখন অনেক কিছুই ঘটে যেতে পারে। বাংলাদেশের ঘটনাপ্রবাহ আমরা পর্যবেক্ষণ করছি। আমরা বাংলাদেশ সফরের বিষয়টি মাথায় নিয়ে সেভাবেই পরিকল্পনা সাজাচ্ছি।”

২০১৫ সালের অক্টোবরে ঢাকা ও চট্টগ্রামে অস্ট্রেলিয়া দলের দুটি টেস্ট ম্যাচ ও একটি ট্যুর ম্যাচ খেলার কথা ছিলো। কিন্তু নিরাপত্তার কারণ দেখিয়ে তখন তা স্থগিত করা হয়।

বাংলাদেশে অস্ট্রেলীয় ক্রিকেট দলের নিরাপত্তা বিষয়ে এই প্রধান নির্বাহী বলেন, “নিরাপত্তা নিশ্চিত করার বিষয়ে বাংলাদেশ সরকার ও ক্রিকেট বোর্ডের নেওয়া ব্যবস্থা আমাদের অনেক স্বস্তি দিয়েছে।”

“এই মুহূর্তে আমি সেখানে (বাংলাদেশে) দুটি টেস্ট ম্যাচ খেলার বিষয়ে নিশ্চিত করে বলতে পারি। আমার মনে হয়, খেলা দুটি আগস্ট বা সেপ্টেম্বরের দিকে হতে পারে।”

“নিরাপত্তার বিষয়টি খুবই মৌলিক। তাই আমাদের সেভাবেই কাজ করতে হবে।”

“কিন্তু একই সঙ্গে এটাও ভেবে দেখতে হচ্ছে যে এর আগে আমরা বাংলাদেশ সফর স্থগিত করেছিলাম। এবং আমরাই একমাত্র যারা বাংলাদেশে অনুষ্ঠিত অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে কোন দল পাঠাইনি।”

উল্লেখ, টেস্ট খেলে এমন দেশগুলোর মধ্যে শুধুমাত্র অস্ট্রেলিয়াই ২০১৬ সালে বাংলাদেশে অনুষ্ঠিত আইসিসি অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে দল পাঠায়নি।

Click here to read the English version of this news

Comments