বাজেটের ১১ শতাংশ শিক্ষা খাতে

অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত ২০১৭-১৮ অর্থ বছরের প্রস্তাবিত বাজেটে দেশের শিক্ষা খাতের জন্য বরাদ্দ রেখেছেন ৪৫,১৬৩ কোটি টাকা যা মোট বাজেটের ১১ শতাংশ।
প্রস্তাবিত এই বরাদ্দ গত অর্থ বছরের তুলনায় ১৪ শতাংশ বেশি।
আজ দুপুরে জাতীয় সংসদে ৪,০০,২৬৬ কোটি টাকার প্রস্তাবিত বাজেট পেশ করার সময় অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত মানবসম্পদ উন্নয়নে শিক্ষার মান উন্নয়নের ওপর জোর দেন।
অর্থমন্ত্রী বলেন, “আমাদের সরকার সব সময় শিক্ষা খাতকে অগ্রাধিকার দিয়ে আসছে। প্রাথমিক শিক্ষার মান উন্নয়নের জন্য দেশের ৫০৩টি প্রাথমিক বিদ্যালয়ে আইটি-ভিত্তিক ক্লাসরুম গড়ে তোলা হবে।”
উল্লেখ্য, শিক্ষা খাতের মোট বরাদ্দের ২৩,১৪১ কোটি টাকা দেওয়া হবে শিক্ষা মন্ত্রণালয়কে এবং ২২,০২২ কোটি টাকা দেওয়া হবে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়কে।
Comments