বাবা-মায়ের খাবার পৌঁছে দিতে গিয়ে স্কুলছাত্রী নিহত
নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লায় বাবা-মায়ের খাবার পৌঁছে দিতে গিয়ে শাফি আক্তার (৮) নামে এক স্কুলছাত্রী গাড়ি চাপায় নিহত হয়েছে।
বুধবার বেলা সাড়ে ১১টায় ফতুল্লার ভূঁইঘর এলাকার ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডে দুর্ঘটনাটি ঘটে।
হাজী পান্দে আলী প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণী ছাত্রী নিহত শাফি আক্তার ভূঁইঘর এলাকার মেরাজ উদ্দিনের মেয়ে।
শাফির বাবা মেরাজ উদ্দিন বলেন, “আমরা স্বামী-স্ত্রী দুজনই একটি মশার কয়েল তৈরির কারখানায় কাজ করি। প্রতিদিনের মতো বড় মেয়ে রান্না করে শাফির হাতে আমাদের খাবার পাঠিয়েছিল। খাবার নিয়ে লিংক রোড পার হওয়ার সময় একটি গাড়ি তাকে চাপা দিয়ে পালিয়ে যায়। পরে আমরা খবর পেয়ে মেয়ের লাশ উদ্ধার করি।”
তিনি আরও জানান, “বৃষ্টি ছিল বলে রাস্তায় মানুষ ছিল না। তাই গাড়িটি কেউ চিনতে পারেনি। পুলিশেও খবর দেওয়া হয়নি।”
পরে ফতুল্লা মডেল থানায় যোগাযোগ করা হলে ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল উদ্দিন জানান, “সড়ক দুর্ঘটনায় আহত বা নিহতের কোন খবর এখনো পাইনি। তবে খোঁজ নিয়ে দেখছি।”
Comments