বাড়ি ফিরলেন খাদিজা
বহিস্কৃত ছাত্রলীগ নেতা বদরুল ইসলামের চাপাতির আঘাতে মারাত্মকভাবে আহত সিলেটের কলেজ ছাত্রী খাদিজা আক্তার নার্গিস আজ হাসপাতাল থেকে বাড়িতে ফিরেছেন।
দীর্ঘদিন ঢাকায় চিকিৎসা শেষে আজ দুপুর সাড়ে ৩টার দিকে সিলেট সদর উপজেলার আউশা গ্রামে পৌঁছান তিনি। এসময় তার সঙ্গে ছিলেন বড় ভাই শাহিন আহমেদ।
আমাদের সিলেট সংবাদদাতা জানান, খাদিজার বাড়ি ফেরার খবরে গ্রামবাসীরা ভীড় জমায় তাকে এক নজর দেখার জন্য।
শাহিন আহমেদ বলেন, ২৩ বছর বয়সী খাদিজার শারীরিক অবস্থা এখন অনেক ভালো। সিআরপির চিকিৎসকরা তাকে বাড়ি যাওয়ার অনুমতি দিয়েছে যাতে সে মানসিকভাবেও ভালো অনুভব করে।
তিনি আরো জানান যে, খাদিজা এখনো সাভারের পক্ষাঘাতগ্রস্তদের পুনর্বাসন কেন্দ্রে (সিআরপি) চিকিৎসাধীন রয়েছেন।
উল্লেখ্য, গত ৩ অক্টোবর আহত হওয়ার পর সংকটাপন্ন অবস্থায় খাদিজাকে প্রথমে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি হলে ঢাকার স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয়। কয়েক মাস সেখানে চিকিৎসা নেওয়ার পর তার অবস্থার উন্নতি হলে তাকে সিআরপিতে ভর্তি করা হয়।
Comments