বিকালের পর মধ্যরাতেও ভূমিকম্প অনুভূত

গতকাল বিকালে ভূমিকম্পের কয়েক ঘণ্টার মধ্যেই মধ্যরাতের পর রাজধানীসহ সারাদেশে দ্বিতীয় দফায় ভূমিকম্প অনুভূত হয়েছে। রাতের ভূমিকম্পটির তীব্রতা রিখটার স্কেলে ছিলো ৫.১। আর বিকালের ভূমিকম্পটির তীব্রতা ছিলো ৫.৫।

আবহাওয়া অফিসকে উদ্ধৃত করে বাংলা দৈনিক প্রথম আলোর খবরে জানানো হয়, ঢাকায় রাত ১২টা ৪৯ মিনিটে দ্বিতীয় দফায় ভূমিকম্প অনুভূত হয়। এর উৎপত্তিস্থল ছিলো মিয়ানমার থেকে ৪২৩ কিলোমিটার পূর্বে।

রাতের ভূমিকম্পে কোন হতাহতের ঘটনা ঘটেনি।

যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানায়, গতকাল বিকাল ৩টা ০৯ মিনিটে অনুভূত হওয়া ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিলো প্রতিবেশী ত্রিপুরা রাজ্যের আম্বাসা এলাকার ১৯ কিলোমিটার উত্তর-পূর্বে। তবে ভারতের আবহাওয়া বিভাগ জানায় তাদের পরিমাপ অনুযায়ী ভূমিকম্পটির তীব্রতা রিখটার স্কেলে ছিলো ৫ দশমিক ৭।

গতকাল বিকালে ভূমিকম্পের পর সুনামগঞ্জের জগন্নাথপুরে আতঙ্কিত হয়ে একজন প্রবীণ ব্যক্তির মৃত্যুর ঘটনা ঘটে। মৌলভীবাজারের কমলগঞ্জ থেকে ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে।

Click here to read the English version of this news

Comments

The Daily Star  | English

Curfew extended in Gopalganj indefinitely

It will be relaxed for three hours between 11am and 2pm

2h ago