বিজয় এলো শততম টেস্টে

Test
বাংলাদেশ দলের অধিনায়ক মুশফিকুর রহিম (বামে) স্বাগতিক শ্রীলঙ্কার বিরুদ্ধে দলের শততম টেস্ট ম্যাচের জয়টাকে উৎযাপন করছেন। ছবি: এএফপি

নিজেদের শততম টেস্টে ঐতিহাসিক জয় পেল টাইগাররা। প্রতিপক্ষ ছিল শ্রীলঙ্কা। আজ এই দ্বীপ দেশটির মাটিতে সগৌরবে উত্তোলিত হলো বাংলাদেশের পতাকা।

কলম্বোর পি সারা ওভালে সিরিজের দ্বিতীয় টেস্টে স্বাগতিক লঙ্কারদের ১৯১ রান তাড়া করতে গিয়ে চার উইকেট হাতে থাকতেই জয় তুলে নিলো মুশফিক বাহিনী।

এর আগে, আজ লঙ্কানরা ৮ উইকেটে ২৬৮ রান নিয়ে দিন শুরু করে অলআউট হয় ৩১৯ রানে। সেই হিসেবে বাংলাদেশের লক্ষ্য দাঁড়ায় ১৯১ রান।

টাইগারদের এই জয়ের পেছনে দ্বিতীয় ইনিংসে তামিম ইকবালের অনবদ্য ৮২ রান গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। স্বাগতিকদের ৩৩৮ এবং ৩১৯ রানের জবাবে সফরকারীরা ৪৬৭ রান ও ১৯১ রান তোলে। এর ফলে, দ্বিতীয় টেস্টে বাংলাদেশের ঘরে আসে চার উইকেটের জয়।

বাংলাদেশের এটি ছিল ১০০তম টেস্টে ম্যাচ। এই ঐতিহাসিক ম্যাচে জয়টি বাংলাদেশের জন্য অত্যন্ত গৌরবের।

বাংলাদেশের আগে মাত্র তিনটি দেশ শততম টেস্টে জয় লাভের গৌরব অর্জন করে। দেশ তিনটি হলো – অস্ট্রেলিয়া, ওয়স্টে ইন্ডিজ ও পাকিস্তান।

Comments

The Daily Star  | English

Torch procession at DU demanding justice for JCD leader Shammo

The procession, under the banner of "Students Against Terrorism", began around 8:20pm

24m ago