অ্যাটর্নি জেনারেলকে বরখাস্ত করলেন ট্রাম্প

সাতটি মুসলমান প্রধান দেশের নাগরিকদের যুক্তরাষ্ট্রে প্রবেশ নিষিদ্ধ করার বিরোধিতা করায় ভারপ্রাপ্ত অ্যাটর্নি জেনারেলকে বরখাস্ত করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ভারপ্রাপ্ত অ্যাটর্নি জেনারেল স্যালি ইয়েটস অন্যান্য অ্যাটর্নিদের ট্রাম্পের বিতর্কিত নির্বাহী আদেশের পক্ষ না নেওয়ার নির্দেশ দিয়েছিলেন।
ট্রাম্পের বিতর্কিত নির্বাহী আদেশের পক্ষ না নিতে অ্যাটর্নিদের নির্দেশ দিয়েছিলেন স্যালি ইয়েটস। ছবি: রয়টার্স

সাতটি মুসলমান প্রধান দেশের নাগরিকদের যুক্তরাষ্ট্রে প্রবেশ নিষিদ্ধ করার বিরোধিতা করায় ভারপ্রাপ্ত অ্যাটর্নি জেনারেলকে বরখাস্ত করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ভারপ্রাপ্ত অ্যাটর্নি জেনারেল স্যালি ইয়েটস অন্যান্য অ্যাটর্নিদের ট্রাম্পের বিতর্কিত নির্বাহী আদেশের পক্ষ না নেওয়ার নির্দেশ দিয়েছিলেন।

হোয়াইট হাউস থেকে দেওয়া বিবৃতিতে বরখাস্তকৃত অ্যাটর্নি জেনারেলের কঠোর ভাষায় সমালোচনা করা হয়েছে। বিবৃতিতে বলা হয়েছে, “দেশের সীমান্ত ও বেআইনি অভিবাসন বন্ধে দুর্বলতার পরিচয় দিয়েছেন তিনি।” সেই সঙ্গে জেফ সেসনকে অ্যাটর্নি জেনারেল পদে চূড়ান্তভাবে নিয়োগ দেওয়ার বিষয়টি ঝুলিয়ে রাখায় ডেমোক্রেটদেরও সমালোচনা করেছে হোয়াইট হাউস।

বিবৃতিতে বলা হয়, “যুক্তরাষ্ট্রের জনগণকে রক্ষার উদ্দেশ্যে দেওয়া আইনি নির্দেশ বাস্তবায়ন না করে বিচার বিভাগের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছেন ভারপ্রাপ্ত অ্যাটর্নি জেনারেল স্যালি ইয়েটস।”

“আজ রাতে প্রেসিডেন্ট ট্রাম্প তাকে দায়িত্ব থেকে অব্যাহতি দিয়েছেন।”

বিবৃতিতে জানানো হয়, এখন থেকে ফেডারেল প্রসিকিউটর ডানা বোয়েনতে ভারপ্রাপ্ত অ্যাটর্নি জেনারেলের দায়িত্ব পালন করবেন। সিনেটের অনুমোদনের পর জেফ সেসনস আনুষ্ঠানিকভাবে অ্যাটর্নি জেনারেলের পদে বসবেন। বিবৃতিতে আরও বলা হয়, ডেমোক্রেটরা শুধুমাত্র রাজনৈতিক কারণে সিনেটর জেফ সেসনসের অ্যাটর্নি জেনারেল হওয়ার পথে বাধা হয়ে রয়েছে।

বিচার বিভাগের কর্মকর্তাদের উদ্দেশ্যে দেওয়া এক স্মারকলিপিতে স্যালি ইয়েটস সাতটি মুসলমান প্রধান দেশের লোকদের যুক্তরাষ্ট্রে প্রবেশে নিষেধাজ্ঞার আইনগত ও নৈতিক ভিত্তি নিয়ে সন্দেহ প্রকাশ করেছিলেন। ট্রাম্পের এই নিষেধাজ্ঞার বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের বড় শহরগুলো ছাড়াও বিশ্বের বিভিন্ন জায়গায় বিক্ষোভ হয়েছে।

Click here to read the English version of this news

Comments