বিশ্বে ২০১৫ সালে দূষণে মৃতের সংখ্যা ৯০ লাখ
বিশ্বে ২০১৫ সালে বায়ু দূষণসহ বিভিন্ন প্রকার দূষণে মারা গেছেন প্রায় ৯০ লাখ মানুষ। এদের মধ্যে প্রতি চারজনের একজন মৃত্যুর শিকার হন বাংলাদেশসহ চীন, ভারত, পাকিস্তান, মাদাগাস্কার এবং কেনিয়ায়।
একই বছরে প্রতি ছয়জনের একজনের মৃত্যু হয়েছে দূষণের কারণে।
দূষণ-বিরোধী বেসরকারি সংস্থা পিউর আর্থ এর গবেষকদের দেওয়া তথ্যে বলা হয়েছে, এর মধ্যে শতকরা ৯০ ভাগ মানুষের মৃত্যু হয়েছে নিম্ন এবং মধ্যম আয়ের দেশগুলোতে। এসব দূষণের মধ্যে শুধুমাত্র বায়ু দূষণেই মৃত্যু হয়েছে ৬৫ লাখ মানুষের।
দ্য ল্যানসেট মেডিকেল জার্নালে প্রকাশিত এই প্রতিবেদনে আরও বলা হয়, ২০১৫ সালে দূষণজনিত মোট মৃতের অধিকাংশই ছিলেন ভারত ও চীনের অধিবাসী।
পিউর আর্থের সহ-লেখক কার্তি সন্ধিলয়া বলেন, “দূষণ ও এ জনিত রোগে বেশি আক্রান্ত হন গরীব মানুষেরা। অথচ, দূষণের শিকার এই মানুষেরা এ বিষয়ে কোনকিছুই বলতে পারেন না।”
“ফলে, বলা যায় দূষণ মানুষের মৌলিক অধিকারের প্রতি হুমকি। অর্থাৎ, বেঁচে থাকার অধিকার, স্বাস্থ্য, নিরাপদ কর্মক্ষেত্র, শিশুদের রক্ষা – এ অধিকারগুলো থেকে সবাই বঞ্চিত হচ্ছেন,” যোগ করেন কার্তি।
সংস্থাটির গবেষণায় আরও বলা হয়, দূষণের কারণে হৃদরোগ, স্ট্রোক, ফুসফুসে ক্যান্সারসহ বিভিন্ন প্রকার রোগে আক্রান্ত হচ্ছেন মানুষ। এর মধ্যে দুই-তৃতীয়াংশ মানুষের মৃত্যু হয়েছে শুধুমাত্র বায়ু দূষণের কারণে।
Comments