বোমা ও গুলিতে মারা যায় গুলশান হামলাকারীরা
গুলশানের হলি আর্টিজান বেকারিতে হামলাকারী পাঁচ জঙ্গি ও সেখানকার এক পাচক সেনা নেতৃত্বাধীন যৌথ অভিযানের সময় গুলি ও স্প্লিন্টারের আঘাতে নিহত হয়। ফরেনসিক রিপোর্ট থেকে আজ এই তথ্য জানা গেছে।
ঢাকা মেডিকেল কলেজের ফরেনসিক ডিপার্টমেন্ট শনিবার দুপুর সোয়া ১টায় পুলিশের কাছে রিপোর্ট হস্তান্তর করে। ঢাকা মেডিকেলের ফরেনসিক মেডিসিন বিভাগের প্রধান ড সোহেল মাহমুদ দ্য ডেইলি স্টারকে বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, মামলার তদন্ত কর্মকর্তা ফরেনসিক রিপোর্ট গ্রহণ করেছেন।
গত বছর ১ জুলাই একদল সশস্ত্র জঙ্গি গুলশানের কূটনীতিক এলাকায় হলি আর্টিজান বেকারিতে হামলা চালিয়ে ২০ জনকে হত্যা করে। নিহতদের মধ্যে ১৭ জনই ছিলেন বিদেশি নাগরিক। ওই ঘটনায় দুজন পুলিশ কর্মকর্তা, এক পাচক ও পাঁচ হামলাকারী নিহত হয়।
নিহত জঙ্গি—নিবরাস ইসলাম, রোহান ইমতিয়াজ, মীর সামেহ মুবাসের, খাইরুল ইসলাম পায়েল, শফিকুল ইসলাম উজ্জ্বল ও পাচক সাইফুল ইসলামের লাশ প্রায় তিন মাস ধরে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে রাখা ছিল।
লাশ কেউ দাবি না করায় সামাজিক কল্যাণমূলক সংগঠন আঞ্জুমান মফিদুল ইসলাম গত বছর ২২ সেপ্টেম্বর জুরাইন কবরস্থানে লাশগুলো দাফন করে।
Comments