ভারতীয় ক্রিকেটে অনুরাগকে প্রয়োজন মনে করছেন সৌরভ

সুপ্রিম কোর্টের রায়ে যাকে বিসিসিআই প্রেসিডেন্টের পদ ছাড়তে হয়েছিল সেই অনুরাগ ঠাকুরকেই এখন ভারতীয় ক্রিকেটের জন্য দরকার বলে মনে করছেন টিম ইন্ডিয়ার সাবেক অধিনায়ক সৌরভ গাঙ্গুলি। গত রবিবার সৌরভকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছিলেন ঠাকুর। এর নিচেই তিনি মন্তব্য করেন, “প্রিয় অনুরাগ তোমাকে অনেক ধন্যবাদ… ভারতের ক্রিকেটে তোমার ফিরে আসার প্রয়োজন রয়েছে…।”
আইপিএলে ম্যাচ ফিক্সিং ধরা পড়ার পর ভারতীয় ক্রিকেট প্রশাসনকে ঢেলে সাজাতে লোধা কমিটির সুপারিশ বাস্তবায়নে বাধা সৃষ্টির অভিযোগে অনুরাগ ঠাকুর ও অজয় শিরকে-কে বিসিসিআই সভাপতি ও সম্পাদকের পদ থেকে বহিষ্কার করেছিলেন দেশটির সর্বোচ্চ আদালত। এর পর গত জানুয়ারি থেকে একটি কমিটিকে ক্রিকেট বোর্ডের প্রশাসন পরিচালনার দায়িত্ব দেন আদালত।
অন্যদিকে আদালত অবমাননার মামলায় অনুরাগ ঠাকুরের ভাগ্য এখনো ঝুলে রয়েছে। এই বিজেপি নেতার বিরুদ্ধে আদালতে ভুয়া অ্যাফিডেভিট দেওয়ার অভিযোগ বিচারাধীন রয়েছে। এর জন্য আদালত তাকে এক পৃষ্ঠার মধ্যে নিঃশর্ত ক্ষমা চেয়ে লিখিত আবেদন করতে বলেছেন। সূত্র: টাইমস অব ইন্ডিয়া
Comments