ভারতের জঙ্গলে বাস্তবের মোগলি!

ভারতের উত্তর প্রদেশের জঙ্গলে পাওয়া শিশু 'মোগলি'

‘দ্য জাঙ্গল বুক’ এর মোগলির কথা নিশ্চয়ই মনে আছে। বনের পশুপাখিদের সাথে বড় হয়েছিল মোগলি। ভারতের উত্তরপ্রদেশেও এরকম ১০-১২ বছরের একটি মেয়ে শিশুর সন্ধান পাওয়া গেছে। বানর দলের সাথে বন-বাদাড়ে ঘুরে বেড়ানো শিশুটির আচরণ অনেকটাই পশুপাখিদের মত।

বাস্তবের এই মোগলিও কোন কথা বলতে পারে না। উদ্ধার করার সময়, খাবারের অভাবে খুব দুর্বল দেখাচ্ছিলো তাকে। গায়ে কোন কাপড়ও ছিলো না তার।

নিখোঁজ শিশুদের তালিকা ধরে এখন এই শিশুটির পরিচয় বের করার চেষ্টা করছে পুলিশ।

গত জানুয়ারি মাসে একজন পুলিশ কর্মকর্তা মেয়েটিকে উদ্ধার করেছেন। তখন থেকে রাজ্যের একটি সরকারি সরকারি হাসপাতালে তার চিকিৎসা চলছে। হাসপাতালের প্রধান ডি কে সিংহ জানিয়েছেন, পশুদের মত আচরণ করতো শিশুটি। চার হাত-পা দিয়ে চলাফেরা ও মুখ দিয়ে খাবার তুলে খেত সে। চিকিৎসার পর সে এখন স্বাভাবিকভাবে হাঁটা ও হাত দিয়ে খাবার তুলে খেতে শিখেছে।

তিনি আরও বলেন, “সে এখনও কথা বলতে পারে না। তবে তাকে কিছু বললে বুঝতে পারে, এমনকি হাসেও।”

পুলিশ কর্মকর্তা দিনেশ ত্রিপাঠি অ্যাসোসিয়েটেড প্রেসকে বলেন, কিছু কাঠুরিয়া মেয়েটিকে বানরদের সাথে ঘুরে বেড়াতে দেখে। পরে তারা পুলিশকে এই খবর জানায়। মেয়েটিকে উদ্ধার করতে গিয়ে বানরের ধাওয়ার কথাও জানিয়েছেন তিনি।

ত্রিপাঠি বলেন, “একজন পুলিশ কর্মকর্তা মেয়েটিকে উদ্ধার করেছে। মেয়েটিকে ডাকার পর বানর দল ওই পুলিশ কর্মকর্তার ওপর আক্রমণ করে। গাড়িতে করে আনার সময়ও বানর দল পিছু নেয়। মেয়েটিও পালানোর চেষ্টা করছিলো।”

মেয়েটি কিভাবে বনের মধ্যে গেলো তা জানার চেষ্টা করছে পুলিশ। পরিচয় সম্পর্কে নিশ্চিত না হওয়া পর্যন্ত তাকে একটি আশ্রয়কেন্দ্রে রাখা হবে।

Click here to read the English version of this news

Comments

The Daily Star  | English

NCP rally comes under attack in Gopalganj

Chase and counter-chase were seen between law enforcers and BCL activists in the area

22m ago