‘ভারত সফরে এটিই উপযুক্ত সময়’
ভারতের হায়দরাবাদে রাজীব গান্ধী স্টেডিয়ামে আজ শুরু হয়েছে স্বাগতিকদের বিরুদ্ধে টাইগারদের সফরের একমাত্র টেস্ট ম্যাচ।
নিউজিল্যান্ডে বাংলাদেশ দলের ৮-০ ম্যাচে পরাজয়ের গ্লানিটা এবার মুছে দিতে চান খেলোয়াড়রা। দলের কোচ চন্ডিকা হাথুরুসিংহের বিশ্বাস, ভারত সফরে টাইগারদের এটিই উপযুক্ত সময়। তাঁর মতে, এর একটি কারণ হচ্ছে ভিন্ন আবহাওয়ার মধ্যে ঢাকায় ইংল্যান্ডের বিরুদ্ধে এবং নিউজিল্যান্ডে স্বাগতিকদের বিরুদ্ধে বাংলাদেশ দল যে পারফরমেন্স দেখিয়েছে তা প্রসংশনীয়।
শ্রীলঙ্কার এই প্রাক্তন ব্যাটসম্যান মনে করেন যে গত দুই বছরের বাংলাদেশ দলের ভালো পারফরমেন্সের জন্যই ভারত তাদেরকে খেলার আমন্ত্রণ জানিয়েছে।
“বাংলাদেশ ভালো দলগুলোর সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করছে। একদিনের ক্রিকেটে ভারতের বিরুদ্ধেও ভালো খেলেছে। তাই আমি মনে করি, ভারতের বিরুদ্ধে খেলার এটাই ভালো সময়। এছাড়াও, অনেক বৈরী আবহাওয়ায় খেলে বাংলাদেশ দল বুঝিয়ে দিয়েছে যে তারা প্রতিদ্বন্দ্বিতা করতে পারে।”
হাথুরুসিংহের মতে, বিশ্বের এক নম্বর দলের সঙ্গে খেলার গুরুত্বটাই অন্যরকম। “এর ফলে বুঝতে পারবো আন্তর্জাতিক ক্রিকেটাঙ্গণে বাংলাদেশের অবস্থান কোথায়।”
খেলোয়াড়দের মনোসংযোগের বিষয়টি সামনে এনে টাইগার দলের কোচ যোগ করেন, “দলের খেলোয়াড়দের মনোসংযোগের বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ। বহুদিন আমরা পাঁচদিনের ক্রিকেট খেলি না। এমন ম্যাচ যতো বেশি খেলতে পারবো দলের ততো উন্নতি হবে। আর ব্যাটসম্যানদের দীর্ঘ সময় মনোযোগ ধরে রাখতে হবে।”
Click here to read the English version of this news
Comments