ভিডিও: ‘ব্র্যাক অন্বেষা’ মহাকাশে বাংলাদেশের প্রথম ন্যানো স্যাটেলাইট

দেশের প্রথম ন্যানো স্যাটেলাইট “ব্র্যাক অন্বেষা” উৎক্ষেপণের মাধ্যমে বাংলাদেশের মহাকাশযাত্রা শুরু হতে যাচ্ছে। আগামী মে মাসে এটি কক্ষপথে পাঠনো হবে বলে আশা করা হচ্ছে।

দেশের প্রথম ন্যানো স্যাটেলাইট “ব্র্যাক অন্বেষা” উৎক্ষেপণের মাধ্যমে বাংলাদেশের মহাকাশযাত্রা শুরু হতে যাচ্ছে। আগামী মে মাসে এটি কক্ষপথে পাঠনো হবে বলে আশা করা হচ্ছে।

এক কেজি ওজনের এবং ১০ সেন্টিমিটার আকারের “ব্র্যাক অন্বেষা”-কে পৃথিবী থেকে ৪১০ কিলোমিটার উঁচুতে উৎক্ষেপণ করা হবে।

স্যাটেলাইটটি মূলত গবেষণার কাজে ব্যবহৃত হবে। এটি দুর্যোগের পূর্বাভাস ও উচ্চমানের ছবি পাঠাতে সক্ষম।

ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে তিনজন শিক্ষার্থী আব্দুল্লাহ হিল কাফি, রায়হানা শামস ইসলাম অন্তরা এবং মাইসুন ইবনে মনোয়ার জাপানের কিউশু ইন্সটিটিউট অব টেকনোলজিতে ন্যানো স্যাটেলাইটটি তৈরি করেন।

স্যাটেলাইটটির সঙ্গে সংশ্লিষ্ট একজন শিক্ষার্থী জানান যে গ্রাউন্ড স্টেশনের কাজটিও শেষের পথে। মহাকাশে এর সঙ্গে যোগাযোগের জন্য ইতোমধ্যে টাওয়ার ও এন্টেনা তৈরির কাজ সম্পন্ন হয়েছে।

এই কৃত্রিম উপগ্রহটির ধারণা প্রথম আসে ২০১৩ সালে এবং এটি তৈরি করতে প্রায় চার বছর লেগে যায়। গত ফেব্রুয়ারিতে উপগ্রহটিকে জাপানি প্রতিষ্ঠান ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করে।

 

Click here to read the English version of this news

Comments

The Daily Star  | English

Police didn't follow int'l standards while using lethal weapons: IGP

Police failed to adhere to the standards in home, which they have maintained during their UN missions, Mainul Islam said

4h ago