[ভিডিও] শিশুর দেহ বৃদ্ধির সঙ্গে বাড়বে পোশাকও
ব্রিটিশ উদ্ভাবক রিয়ান ইয়াসিন (২৪) এমন এক ধরণের কাপড় তৈরি করেছেন যা শিশুর দেহের বৃদ্ধির সঙ্গে বড় হতে থাকবে। ফলে শিশুর ছয় মাস বয়স থেকে ৩৬ মাস পর্যন্ত একই কাপড় স্বাচ্ছন্দ্যে ব্যবহার করা যাবে।
ইয়াসিনের আবিষ্কৃত এই কাপড় ধোয়ার প্রয়োজন হবে না কেননা, এটি “ওয়াশপ্রুফ”। এছাড়াও, কাপড় কুঁচকানোরও কোন ঝুঁকি নেই। কাপড়টি নিজে নিজেই ছয় সাইজ পর্যন্ত বাড়বে।
ডেইলি মেইলের এক প্রতিবেদনে ৭ সেপ্টেম্বর বলা হয়, এ কাপড় বাজারে এলে মা-বাবার হাজার হাজার পাউন্ড বেঁচে যাবে। কেননা, শিশুদের দেহ দ্রুত বৃদ্ধি পাওয়ার ফলে অনেক নতুন জামাও তাদের পরানো যায় না। তাই এই আবিষ্কারকে সাধুবাদ জানিয়েছে ব্রিটেনের গণমাধ্যম।
লন্ডনের ইম্পেরিয়াল কলেজের অ্যারোনটিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের পড়া শেষ করে ইয়াসিন যোগ দেন রয়েল কলেজ অব আর্টস গ্লোবাল ইনোভেশন ডিজাইন কোর্সে। তাঁর এই উদ্ভাবন এনে দিয়েছে ব্রিটেনের জাতীয় জেমস ডাইসন ডিজাইন পুরস্কার।
পশ্চিম লন্ডনের অধিবাসী ইয়াসিন বলেন, “আমার উদ্ভাবিত এই কাপড় অনেক বড় ও হাল্কা। অনেক পরিমাণ কাপড় থাকে একটি জামায়। তবে এটি গায়ে দিলে অনেক আরাম পাওয়া যাবে।”
তিনি আরও বলেন, “আমি আমার ভাগ্নে-ভাগ্নিকে এই কাপড় পড়িয়েছিলাম। তারা এটি পছন্দ করেছে।… এরপর, আমি সিদ্ধান্ত নেই বিষয়টি নিয়ে আরও যথাযথভাবে কাজ করার।”
প্রতিবেদনটিতে বলা হয়, শিশুরা সাধারণত দুই বছরে সাত সাইজের জামা ব্যবহার করে। তাই, শিশুর তিন বছর বয়স পর্যন্ত তার পোশাকের জন্যে একজন ব্রিটিশ মা-বাবাকে ২,০০০ পাউন্ডের বেশি খরচ করতে হয়।
ইয়াসিনের মতে, শিশুদের জন্যে এই নতুন জামা তাদের মা-বাবার অনেক খরচ ও ঝামেলা কমিয়ে দিবে। শুধু গত বছরেই ব্রিটেনে ৩০ হাজার টন জামা-কাপড় ফেলে দেওয়ায় পরিবেশের ওপর যে প্রভাব পড়েছে তা বন্ধ করা যাবে।
এখন বিভিন্ন বয়সের অর্থাৎ ছয় মাস থেকে তিন বছর বা দুই বছর থেকে পাঁচ বছরের বাচ্চাদের জন্যে এমন জামা তৈরি করার কথা ভাবছেন ইয়াসিন।
Comments