মক্কায় হামলার ষড়যন্ত্র নস্যাৎ

সৌদি আরবের মক্কায় ইসলাম ধর্মের পবিত্রতম স্থান মসজিদুল হারামের (গ্র্যান্ড মস্ক) পাশের একটি বাড়িতে আত্মঘাতী বিস্ফোরণের ঘটনা ঘটেছে। পুলিশ হামলার পরিকল্পনা ধরে ফেলার পর বিস্ফোরণ ঘটানো হয় বলে সৌদি নিরাপত্তা বাহিনী জানিয়েছে।
গ্র্যান্ড মস্ক-এ ইফতারের সময় খেজুর বিতরণ করছেন একজন। ছবি: এপি

সৌদি আরবের মক্কায় ইসলাম ধর্মের পবিত্রতম স্থান মসজিদুল হারামের (গ্র্যান্ড মস্ক) পাশের একটি বাড়িতে আত্মঘাতী বিস্ফোরণের ঘটনা ঘটেছে। পুলিশ হামলার পরিকল্পনা ধরে ফেলার পর বিস্ফোরণ ঘটানো হয় বলে সৌদি নিরাপত্তা বাহিনী জানিয়েছে।

পবিত্র রমজান মাসের শেষ দিকে মুসলমানদের প্রধান ধর্মীয় উৎসব ঈদুল ফিতর উদযাপনের প্রস্তুতি চলার মধ্যে এই ঘটনা ঘটল।

সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানায়, জেদ্দা প্রদেশ ও আজইয়াদ আল-মাসাফিসহ মক্কার মসজিদুল হারামের পাশের দুটি এলাকায় সন্ত্রাসবিরোধী অভিযান চালানো হয়েছে।

শনিবার মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়, তিনতলা একটি বাড়িতে পুলিশের সাথে গুলিবিনিময় চলাকালে আত্মঘাতী বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে বাড়িটি ধসে যায়। বিস্ফোরণে ছয় জন বিদেশি নাগরিক ও নিরাপত্তা বাহিনীর পাঁচ জন সদস্য আহত হয়েছেন। সেখান থেকে এক নারীসহ আরও পাঁচজনকে গ্রেফতার করা হয়েছে।

গ্র্যান্ড মসজিদের পাশে অভিযানের পর দেশটির রাষ্ট্রীয় টিভি চ্যানেলে সেখানকার ফুটেজ সম্প্রচার করা হয়। টিভিতে পুলিশ ও উদ্ধারকর্মীদের সরু রাস্তা দিয়ে দৌড়াতে দেখা যায়। বাড়িটির দেওয়াল পাশে পার্ক করে রাখা একটি গাড়ির ওপর ধসে পড়ে। বিস্ফোরণ ও গুলিতে আশপাশের বাড়িগুলোও ক্ষতিগ্রস্ত হয়েছে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে বলা হয়, “সন্ত্রাসীদের নেটওয়ার্কটি পৃথিবীর পবিত্রতম স্থান গ্র্যান্ড মসজিদের নিরাপত্তা বলয়ে আঘাত করার পরিকল্পনা করছিল।”

তবে হামলা পরিকল্পনাকারীরা কোন সংগঠনের অনুসারী তা জানানো হয়নি।

Click here to read the English version of this news

Comments

The Daily Star  | English

Israel resumes Gaza attacks

Israel's military said today it had resumed fighting in Gaza, with airstrikes and artillery fire reported in Gaza City, as a truce expired with no agreement to extend it

28m ago