মধ্যপ্রাচ্যে রোজা শুরু শনিবার

সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোতে রোজা শুরু হবে আগামীকাল শনিবার (২৭ মে)। বৃহস্পতিবার রাতে মধ্যপ্রাচ্যের আকাশে পবিত্র রমজান মাসের চাঁদ দেখা না যাওয়ায় সৌদি সুপ্রিম কোর্ট এই ঘোষণা দিয়েছে।
এদিকে, অ্যারাব ইউনিয়ন ফর অ্যাস্ট্রোনমি অ্যান্ড স্পেস সায়েন্সেস-এর একজন সদস্য খালিদ আল জাক টুইটার বার্তায় জানান, “বৃহস্পতিবার মুসলিম বিশ্বের কোথাও চাঁদ দেখা যায়নি।”
তিনি আরও জানান, “এর ওপর ভিত্তি করে বলা যায় এবছর রমজান মাস শুরু হবে শনিবার।”
এছাড়াও, সংযুক্ত আরব আমিরাতের চাঁদ দেখা কমিটি বৃহস্পতিবার সন্ধ্যায় রমজানের নতুন চাঁদ দেখতে না পাওয়ায় শনিবার থেকে রোজা শুরুর ঘোষণা দিয়েছে।
অনুরূপভাবে, কাতারের ইসলাম বিষয়ক মন্ত্রণালয় এক টুইটার বার্তায় জানায় যে পবিত্র রমজান মাসের চাঁদ দেখা যায়নি।
মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশ কুয়েত, ইয়েমেন, ইরাক, লেবানন এবং আফ্রিকার ঘানা শনিবার থেকে রমজান মাসের ঘোষণা দিয়েছে।
আরবি রমজান মাসে সারা বিশ্বের দেড়শ কোটিরও বেশি মুসলমান সুবেহ সাদেক থেকে সূর্যাস্ত পর্যন্ত পানাহার থেকে বিরত থাকেন।
তথ্যসূত্র: আরব নিউজ
Comments