মধ্য অক্টোবরে ইন্টারনেট বিঘ্নিত হওয়ার আশঙ্কা

চলতি মাসের মাঝামাঝি পর্যায়ে দেশে ইন্টারনেট সেবায় বিঘ্ন ঘটার আশঙ্কা করা হচ্ছে। বঙ্গোপসাগরের তলদেশ দিয়ে আসা দেশের প্রথম সাবমেরিন কেবলের মেরামত কাজের জন্য সাময়িকভাবে ইন্টারনেট বিঘ্নিত হতে পারে।

বাংলাদেশ সাবমেরিন কেবল কোম্পানি লিমিটেড (বিএসসিসিএল) এর ব্যবস্থাপনা পরিচালক মনোয়ার হোসেন বলেন, আগামী ১৬ অক্টোবর থেকে ১৮ অক্টোবর পর্যন্ত মেরামত কাজ চলবে। এই তিন দিন ইন্টারনেট সেবা বিঘ্নিত হতে পারে। গত মাসে বাণিজ্যিকভাবে চালু হওয়া দ্বিতীয় সাবমেরিন কেবলটিকে এসময় বিকল্প হিসেবে ব্যবহার করা হবে।

দ্বিতীয় সাবমেরিন কেবলের ১৫০০ জিবিপিএস ব্যান্ডউইথ থাকলেও মাত্র ২০০ জিবিপিএস ব্যান্ডউইথ ব্যবহার করতে পারে বাংলাদেশ। মেরামতের সময় দ্বিতীয় কেবলটি থেকে প্রয়োজনীয় ব্যান্ডউইথ পাওয়া না গেলে ইন্টারনেট সেবা বিঘ্নিত হতে পারে, দ্য ডেইলি স্টারকে এমনটাই জানিয়েছেন মনোয়ার হোসেন।

তিনি আরও বলেন, দেশের সব ইন্টারনেট সংযোগকে এখন দ্বিতীয় কেবলের আওতায় নেওয়ার কাজ চলছে।

বর্তমানে ৪৫০ জিবিপিএস ব্যান্ডউইথ ব্যবহার করে বাংলাদেশ। এর মধ্যে রাষ্ট্রায়ত্ত বিএসসিসিএল ২৫০ জিবিপিএস ব্যান্ডউইথ সরবরাহ করছে। বাকি ২০০ জিবিপিএস ব্যান্ডউইথ ভারত থেকে আমদানি করা হয়। মেরামত কাজের সময় ৫০ জিবিপিএস ব্যান্ডউইথের ঘাটতি হবে। ঘাটতি পূরণে তাই কিছু আন্তর্জাতিক কোম্পানির কাছ থেকে এক মাসের জন্য ব্যান্ডউইথ কেনার চেষ্টা চলছে বলেও যোগ করেন মনোয়ার হোসেন।

দেশের প্রথম সাবমেরিন কেবল চালু হওয়ার পর এক যুগ পার হয়েছে। এবারই প্রথম বঙ্গোপসাগরের তলদেশের এই কেবল মেরামত করা হবে।

Click here to read the English version of this news

Comments

The Daily Star  | English

The constitution: Reforms only after a strong consensus

Constitutional reforms should be done after taking people’s opinions into account, said Dr Kamal Hossain, one of the framers of the constitution.

4h ago