মাথায় আঘাত পাওয়ায় শ্রীলঙ্কা সিরিজ শেষ স্মিথের

শ্রীলঙ্কার বিপক্ষে ঘরের মাটিতে চলমান পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ থেকে ছিটকে গেলেন স্টিভেন স্মিথ। দ্বিতীয় টি-টোয়েন্টিতে ফিল্ডিংয়ের সময় একটি ছয় বাঁচাতে গিয়ে বাজেভাবে মাটিতে পড়ে যান তিনি। এতে কনকাশন (মাথায় আঘাত পেয়ে সাময়িকভাবে অচেতন হয়ে যাওয়া) হয় অস্ট্রেলিয়ার এই ডানহাতি ব্যাটারের।
রোববার ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ) এক বিবৃতিতে স্মিথের কনকাশনের বিষয়টি নিশ্চিত করেছে। আগামী কয়েক দিন তাকে পর্যবেক্ষণে রাখা হবে। আগামী এক সপ্তাহের মধ্যে তিনি পুরোপুরি সুস্থ হয়ে উঠবেন বলে আশা করা হচ্ছে। তাকে নিয়ে আপাতত দুশ্চিন্তার কিছু না থাকলেও কোনো ঝুঁকি নিতে চায় না অস্ট্রেলিয়ান বোর্ড। তাই সতর্কতা অবলম্বন করছে তারা।
রোমাঞ্চকর ম্যাচের শেষ ওভারের খেলা চলছিল তখন। অস্ট্রেলিয়ার ছুঁড়ে দেওয়া ১৬৫ রানের লক্ষ্য তাড়ায় ব্যাট করছিল শ্রীলঙ্কা। মার্কাস স্টয়নিসের করা চতুর্থ ডেলিভারিতে মাহিশ থাকসিনা সজোরে হাঁকালে বল যাচ্ছিল সীমানার দিকে। ডিপ মিড উইকেটে থাকা স্মিথ শরীর হাওয়ায় ভাসিয়ে ডাইভ দেন। অবিশ্বাস্য দক্ষতায় সীমানার বাইরে উড়ন্ত অবস্থায় বল ঠেলে ভেতরে পাঠাতে সক্ষম হন তিনি। কিন্তু ভারসাম্য না রাখতে পেরে বেকায়দায় মাটিতে পড়ে আঘাত পান মাথায়।
তাৎক্ষণিকভাবে স্মিথকে অস্বস্তি বোধ করতে দেখা যায়। বেশ কিছুক্ষণ মাটিতে শুয়ে থাকেন তিনি। ভীতি ছড়িয়ে পড়ে খেলোয়াড়, আম্পায়ার থেকে শুরু করে দর্শকদের মধ্যে। মেডিক্যাল স্টাফরা ছুটে আসেন দ্রুত। তবে অল্প সময়ের মধ্যে উঠে দাঁড়াতে পারেন স্মিথ। এরপর কোনোরকম সহায়তা ছাড়া একাই হেঁটে হেঁটে মাঠ থেকে বেরিয়ে যান তিনি। পরে জানা যায় তার কনকাশনের খবর।
স্মিথের রান বাঁচানোর চেষ্টা অবশ্য সফল হয়নি। ওই ডেলিভারি থেকে ছক্কাই পেয়ে যায় শ্রীলঙ্কা। বল সীমানার ভেতরে ঠেলে দেওয়ার সময় হাওয়ায় ঠিকই ভাসছিলেন স্মিথ। কিন্তু মাটি থেকে লাফ দেওয়ার সময় তার ডান পা লেগে গিয়েছিল সীমানায়।
উত্তেজনাপূর্ণ ম্যাচ টাই হওয়ার পর সুপার ওভারে গিয়ে জেতে অস্ট্রেলিয়া। তারা সিরিজে এগিয়ে গেছে ২-০ ব্যবধানে। স্মিথের প্রসঙ্গে ম্যাচসেরা জস হ্যাজেলউড আশ্বস্ত করে জানিয়েছেন, 'কেউ ডাইভ দিয়ে পড়ার পর যদি দাঁড়িয়ে না ওঠে, সেটা সব সময়ই কিছুটা শঙ্কার। তবে সে এখন আশেপাশে হাঁটাহাঁটি করছে। এটা দেখে স্বস্তি লাগছে।'
Comments