মাহমুদুল্লাহ’র বোলিং নৈপুন্যে কোয়েটার সহজ জয়
বাংলাদেশের অলরাউন্ডার মাহমুদুল্লাহ রিয়াদের বোলিংয়ে দুবাইয়ের মাটিতে বৃহস্পতিবার পাকিস্তান সুপার লিগে (পিএসএল) করাচী কিংসের বিরুদ্ধে ছয় উইকেটের জয় পেল কোয়েটা গ্লাডিয়েটরস।
করাচী কিংসের দূর্গে আঘাত করে তিনটি গুরুত্বপূর্ণ উইকেট তুলে নেন এই অফ-স্পিনার। কিংসের দুই ওপেনার বাবর আজম ও কুমার সাঙ্গাকারাকে তিনি সাজঘরে ফিরিয়ে দেন যথাক্রমে ৩৬ ও ২৮ রানের মাথায়।
এরপর, মাহমুদুল্লাহ’র বলে নয় রান নিয়ে মাঠ ছাড়েন ডেঞ্জারম্যান শোয়েব মালিক। মাহমুদুল্লাহ চার ওভারে ২১ রান দিয়ে তুলে নেন তিনটি উইকেট। বিশ ওভার শেষে ছয় উইকেট হারিয়ে করাচী করে ১৫৪ রান।
জবাবে কোয়েটা ১৯ ওভারে চার উইকেট হারিয়ে তুলে নেয় ১৫৮ রান। উদ্বোধনী জুটিতে আসাদ শফিক ও আহমেদ শেহজাদ দলকে দেন ১০৫ রানের উড়ন্ত সূচনা। শফিক ও শেহজাদের স্কোর ছিল যথাক্রমে ৫১ ও ৫৪ রান। সোহেইল খানের বলে তাঁদের সাজঘরে ফিরে যাওয়ার পর একটু বিপদেই পড়েছিল কোয়েটা। দলের অপর নির্ভরযোগ্য ব্যাটসম্যান কেভিন পিটারসেন কোন বল না খেলেই রান আউট হয়ে প্যাভিলিয়নে ফেরেন।
এরপরে, দলের উইকেট কিপার সরফরাজ আহমেদের অপরাজিত ১৯ ও মাহমুদুল্লাহ’র চার বলে আট রানের সুবাদে এক ওভার বাকি থাকতেই জয়ের স্বাদ নেয় কোয়েটা গ্লাডিয়েটরস।
মাহমুদুল্লাহ রিয়াদকে দেওয়া হয় প্লেয়ার অব দ্য ম্যাচ পুরস্কার।
Comments