মিরপুরে ‘বন্দুকযুদ্ধে’ দুই ‘ছিনতাইকারী’ নিহত

shootout

রাজধানীর মিরপুরে বেড়িবাঁধ এলাকায় গোয়েন্দা পুলিশের (ডিবি) সাথে ‘বন্দুকযুদ্ধে’ আজ সকালে সন্দেহভাজন দুজন ছিনতাইকারী নিহত হয়েছেন।

নিহতদের বয়স ৪০ থেকে ৪৫ বছরের আশপাশে। তবে পুলিশ তাৎক্ষণিকভাবে তাদের পরিচয় জানাতে পারেনি।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির দায়িত্বরত বাচ্চু মিয়া বলেন, গোপন সূত্রে খবর পেয়ে ছিনতাইকারীদের ধরতে ডিবি’র একটি দল ভোর ৫টার দিকে রূপনগর বেড়িবাঁধ এলাকায় গেলে বন্দুকযুদ্ধ হয়।

বন্দুকযুদ্ধে দুজন ছিনতাইকারী আহত হন। তাদেরকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে সকাল ৭টার দিকে তাদের মৃত ঘোষণা করা হয় বলে ওই পুলিশ কর্মকর্তা জানান।

Click here to read the English version of this news

Comments

The Daily Star  | English

Reforms, justice must come before election: Nahid

He also said, "This generation promises a new democratic constitution for Bangladesh."

6h ago