মিস ওয়ার্ল্ড বাংলাদেশ নিয়ে আসছে নতুন ঘোষণা

Miss World Bangladesh-2017
“মিস ওয়ার্ল্ড বাংলাদেশ ২০১৭” নির্বাচিত জান্নাতুল নাঈম, পাশে দ্বিতীয়-স্থান অধিকার করা জেসিয়া ইসলাম। ছবি: সংগৃহীত

“লাভেলো মিস ওয়ার্ল্ড বাংলাদেশ-২০১৭” নিয়ে বিতর্কের শুরু হয়েছে এর বিজয়ী ঘোষণার পর থেকেই। সামাজিক যোগাযোগমাধ্যমসহ গণমাধ্যমে চলছে নানা রকম সমালোচনা। অনুষ্ঠানের পরদিন থেকেই শোনা যাচ্ছিল “মিস ওয়ার্ল্ড বাংলাদেশ” নির্বাচিত হওয়া জান্নাতুল নাঈম বিবাহিত।

আজ (৩ অক্টোবর) এ বিষয়ে নতুন ঘোষণা দেওয়ার কথা থাকলেও তা পরিবর্তন করে ৪ অক্টোবর সন্ধ্যায় দেওয়া হবে বলে জানানো হয়েছে অন্তর শোবিজ এর পক্ষ থেকে।

খবরে প্রকাশ, ২০১৩ সালে ২১ মার্চ বিয়ে করেন জান্নাতুল নাঈম। আড়াই মাস সংসারের পর তাঁর ডিভোর্স হয়ে যায়। প্রতিযোগিতার নিয়মে রয়েছে, বিবাহিত কেউ মিস ওয়ার্ল্ড-এর মঞ্চে যেতে পারবেন না। ফলে ঘোষিত বিজয়ীকে নিয়ে বিতর্ক ছড়ায়।

এক্ষেত্রে বিজয়ী হওয়ার সম্ভাবনা রয়েছে দ্বিতীয়-স্থান অধিকার করা জেসিয়া ইসলামের। আর প্রথম রানারআপ হবেন জান্নাতুন সুমাইয়া হিমি।

আজ সন্ধ্যায় সাংবাদিক সম্মেলনে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে। তবে জেসিয়া ইসলাম “মিস ওয়ার্ল্ড বাংলাদেশ-২০১৭” প্রতিযোগিতায় যাচ্ছেন মিডিয়ায় এমন খবর রয়েছে।

সব বিতর্কের অবসান ঘটাতেই আজ গণমাধ্যমের মুখোমুখি হওয়ার কথা ছিলো অন্তর শোবিজের। প্রতিষ্ঠানটির কর্ণধার স্বপন চৌধুরী দ্য ডেইলি স্টার অনলাইনকে বলেছিলেন, “আজ সন্ধ্যায় সোনারগাঁও হোটেলে সংবাদ সম্মেলনের আয়োজন করেছি। সেখানে সাংবাদিকদের সামনে সবকিছু খোলাসা করা হবে। এখন কিছু বলবো না।”

উল্লেখ্য, অনুষ্ঠানের গ্র্যান্ড ফিনালেতে বিচারক হিসেবে ছিলেন অভিনেত্রী শম্পা রেজা, আলোকচিত্রী চঞ্চল মাহমুদ, জাদুশিল্পী জুয়েল আইচ ও সাবেক মডেল বিবি রাসেল। অনুষ্ঠানটি উপস্থাপনা করেন শিনা চৌহান।

Comments

The Daily Star  | English

Fresh clash erupts between CU students, locals

Both sides were seen hurling brickbats and wielding sticks during the confrontation, turning the area into a battlefield

2h ago