মিয়ানমারের বিমানের ধ্বংসাবশেষ আন্দামান সাগরে

১২০ জন আরোহী নিয়ে মিয়ানমারের নিখোঁজ হওয়ায় একটি বিমানের ধ্বংসাবশেষের সন্ধান পেয়েছে দেশটির সেনাবাহিনী। আন্দামান সাগরে বিমানের ধ্বংসাবশেষের সাথে বেশ কিছু মৃতদেহ পাওয়া গেছে বলে বৃহস্পতিবার দেশটির সামরিক বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে।
সেনাবাহিনীর একজন মুখপাত্র বার্তা সংস্থা এএফপিকে বলেন, বৃহস্পতিবার সকালে আমরা কিছু মৃতদেহসহ নিখোঁজ বিমানটির ধ্বংসাবশেষ পেয়েছি।
দেশটির কমান্ডার ইন চিফ ফেসবুক পোস্টে জানান, মিয়ানমারের দক্ষিণাঞ্চলের লংলনের অদূরে নৌবাহিনীর সন্ধান দল বিমানটি খুঁজে পায়। নৌবাহিনীর নয়টি জাহাজ ও বিমানবাহিনীর তিনটি বিমান বিমানটির খোঁজে সাগরে তল্লাশি চালাচ্ছিল।
গতকাল বুধবার দেশটির দক্ষিণাঞ্চলীয় শহর মেইক থেকে ইয়াঙ্গুনের উদ্দেশে যাত্রা শুরু করার পর বিমানটি হারিয়ে গিয়েছিল।
বিমানে আরোহীর সংখ্যা নিয়ে নানা রকম তথ্য পাওয়া গেলেও সবশেষে সেনাবাহিনীর পক্ষ থেকে বলা হয় নিখোঁজ হওয়া বিমানটিতে মোট ১২২ জন ছিলেন। তবে এ ব্যাপারে সরকারিভাবে এখনো নিশ্চিত করে কিছু জানানো হয়নি।
বিমানযাত্রীদের মধ্যে অর্ধেকের বেশি ছিলেন সেনাবাহিনীতে কর্মরতদের পরিবারের সদস্য। সেনাপ্রধানের কার্যালয় জানায়, আরোহীদের মধ্যে ৩৫ জন সেনাসদস্য, ১৫ শিশু ও ১৪ জন ক্রু ছিলেন। এদের অনেকেই মেডিকেল চেকআপ ও স্কুলের জন্য যাচ্ছিলেন।
Comments