মুসার বিরুদ্ধে শুল্ক গোয়েন্দার মামলা

অর্থ পাচার, দুর্নীতি ও কর ফাঁকির অভিযোগে বিতর্কিত ব্যবসায়ী মুসা বিন শমসেরের বিরুদ্ধে মামলা করতে যাচ্ছে শুল্ক গোয়েন্দারা।
রাজধানীর কাকরাইলে আজ মুসাকে দুই ঘণ্টা জিজ্ঞাসাবাদ করার পর শুল্ক গোয়েন্দা বিভাগের মহা পরিচালক মইনুল খান এই তথ্য দেন।
মইনুল বলেন, “জিজ্ঞাসাবাদের পর আমরা সিদ্ধান্ত নিয়েছি যে মুসা বিন শমসেরের বিরুদ্ধে মামলা করা হবে।”
আজ দুপুর আড়াইটার দিকে রাজধানীর কাকরাইলে শুল্ক গোয়েন্দা ও তদন্ত বিভাগে মুসাকে হাজির হতে বলা হয়।
উল্লেখ্য, গত ২১ মার্চ ধানমন্ডি থেকে শুল্ক ফাঁকি দিয়ে কেনা প্রিন্স মুসা বিন শমসেরের একটি বিলাসবহুল গাড়ি জব্দ করে শুল্ক গোয়েন্দা কর্মকর্তারা। বিষয়টি তদন্তের জন্য আজ মুসাকে তলব করা হয়।
Comments