মুস্তাফিজুরকে সাসেক্সের অভিনন্দন
সর্বশেষ ন্যাটওয়েস্ট টি-টোয়েন্টি ব্লাস্টে সাসেক্স কাউন্টি ক্রিকেট ক্লাবের হয়ে মাত্র দুটি ম্যাচ খেলেছেন বাংলাদেশের তরুণ পেসার মুস্তাফিজুর রহমান। কিন্তু ওই দুই ম্যাচেই ইংলিশ ক্লাবটির মনে ছাপ ফেলেছেন কাটার মাস্টার।
শ্রীলঙ্কা সফরের টেস্ট দলে জায়গা পাওয়ায় মঙ্গলবার সাসেক্স কাউন্টি ক্লাব তাদের অফিসিয়াল ফেসবুক পেইজে মুস্তাফিজুরকে অভিনন্দন জানিয়েছেন। এই ক্লাবটিতে খেলতে গিয়েই কাঁধে চোট পেয়ে সার্জারি করাতে হয়েছিল মুস্তাফিজুরকে। সার্জারির পর থেকেই বাংলাদেশের টেস্ট স্কোয়াডে অনুপস্থিত ছিলেন তিনি।
মুস্তাফিজুরকে সাসেক্সের মনে রাখার উপযুক্ত কারণও রয়েছে। আইপিএল চ্যাম্পিয়ন সানরাইজার্স হায়দরাবাদে দাপটের সঙ্গে বোলিং করার পরই ইংল্যান্ডে খেলতে গিয়েছিলেন তিনি। সেখানে গিয়ে সুযোগ কাজে লাগাতে ছাড়েননি তিনি। গত বছর ২২ জুলাই এসেক্স ঈগলসের বিপক্ষে ম্যাচে ২৩ রানে চার উইকেট তুলে ম্যান অব দ্য ম্যাচ নিজের করে নেন মুস্তাফিজুর।
Comments