মেসির বিয়ের নিমন্ত্রণপত্র হারিয়ে গেছে: ম্যারাডোনা

ছোটবেলার বান্ধবী আনতোনেলা রোকুজ্জোর সাথে গত শুক্রবার বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন আর্জেন্টাইন ফুটবল তারকা লিওনেল মেসি। আড়ম্বরপূর্ণ ওই বিয়ের অনুষ্ঠান ঠাসা ছিল তারকা অতিথিতে। পপ সঙ্গীত সেনসেশন থেকে শুরু করে ফুটবলার কে ছিল না ২৬০ জনের সেই তালিকায়!
দেশটির গণমাধ্যম তো একধাপ এগিয়ে একে শতাব্দীর সেরা বিয়েরও তকমা দিয়ে দিয়েছে। এর পরও কিন্তু সেই অনুষ্ঠানে একজনের অনুপস্থিতি অনুভব করেছেন সকলেই।
এই ব্যক্তি আর কেউ নয়, মেসির দেশেরই আরেক ফুটবল মহাতারকা ডিয়েগো ম্যারাডোনা। আর তিনি যাবেন কিভাবে তাকে যে আমন্ত্রণই জানানো হয়নি!
আমন্ত্রণ না পাওয়ায় দুঃখ থেকেই হয়ত তিনি বলেছেন, মেসি নিশ্চয়ই বিয়ের আমন্ত্রণপত্র পাঠিয়েছিল। কিন্তু সেটা হয়ত মাঝপথে কোথাও হারিয়ে গেছে!
তবে মেসিকে শুভকামনা জানিয়ে ম্যারাডোনা বলেছেন, “সে জানে আমি তাকে কত ভালোবাসি। নিমন্ত্রণ না পেলেও আক্ষেপ নেই। সে খুবই ভালো খেলোয়াড় আর ভালো মানুষও।”
Comments