মেসির হ্যাটট্রিকে বিশ্বকাপে আর্জেন্টিনা
অবশেষে সব শঙ্কা দূর হয়েছে। মিলেছে সকল সমীকরণ। রাশিয়া বিশ্বকাপ নিশ্চিত করেছে দুই বারের বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। আর্জেন্টিনাকে বিশ্বকাপে নিতে সবচেয়ে বড় ভূমিকা লিওনেল মেসির। ইকুয়েডরের বিপক্ষে হ্যাটট্রিক করে দলকে বিশ্বকাপে নিয়ে গেছেন তিনি। আর্জেন্টিনার বিশ্বকাপ সমীকরণ সহজ করে চিলিকে ৩-০ গোলে হারিয়েছে ব্রাজিল।
বুধবার বাংলাদেশ সময় ভোরে শুরুতেই এগিয়ে যায় ইকুয়েডর। কিছু বুঝে না উঠতেই কিক অফের ৪০ সেকেন্ডের মধ্যেই গোল করেন রোমারিও ইবারার। তবে সমতায় ফিরতে সময় নেয়নি আর্জেন্টিনা। গোল পেয়ে যায় ১২ মিনিটেই। বলা ভালো তখন থেকেই তেতে উঠেছিলেন লিওনেল মেসি। ডি মারিয়ার সঙ্গে বল দেওয়া নেওয়া করে বক্স ডুকে প্রথম টাচেই বাজিমাত করেন।
ছন্দ পেয়ে যেন আরও ক্ষিপ্র মেসি। মিনিট আটেক পর মেসির আরেক গোল। ইকুয়েডর ডিফেন্ডারদের ভুলে বল পেয়ে আড়াআড়ি শটে জালে ঢুকান তিনি।
ফুরফুরে অবস্থায় বিরতিতে গিয়ে আরও শানিত যেন পাঁচ বারের বর্ষসেরা ফুটবলার। ৬২ মিনিটে পেয়ে যান কাঙ্ক্ষিত হ্যাটট্রিক। গোলরক্ষকের মাথার উপর দিয়ে চোখ জুড়ানো লবে বল পাঠিয়ে দেন জালে। হাঁফ ছেড়ে বাঁচে আর্জেন্টিনা কারণ ওদিক থেকে খবর আসে ঘরের মাঠে চিলিকে ৩-০ গোলে উড়িয়ে দিয়েছে ব্রাজিল। কলম্বিয়া আর পেরু নিজেদের মধ্যে ম্যাচ শেষ করেছে ১-১ গোলে ড্র করে। সব খাপে খাপে মিলে যায়। বাদ পড়ার শঙ্কা দূর হয়ে তিন নম্বর অবস্থানে থেকেই রাশিয়ার টিকেট কাটল গেল বিশ্বকাপের রানার্সআপরা।
Comments