মেহেরপুরে গাছির বাড়ির শয়নকক্ষ থেকে ১০ বোমা উদ্ধার

ছবি: সংগৃহীত

মেহেরপুরের গাংনী উপজেলার হিজলবাড়ীয়া গ্রামের একটি বাড়ি থেকে ১০টি বোমা ও বোমা তৈরির সরঞ্জাম উদ্ধার করেছে পুলিশ।

গতরাতে এক অভিযানে এসব বোমা উদ্ধার করা হয়। এ ঘটনায় কাউকে আটক করতে পারেনি পুলিশ।

গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক দ্য ডেইলি স্টারকে জানান, আব্দুল জব্বার নামের এক ব্যক্তির বাড়িতে এ অভিযান চালানো হয়। জব্বার পেশায় গাছি (খেজুর গাছ থেকে রস সংগ্রহকারী)।

ওসি জানান, তাদের কাছে তথ্য ছিল ওই কাজের পাশাপাশি জব্বার গোপনে বোমা তৈরি করে সন্ত্রাসীদের কাছে সরবরাহ করতেন। তারও আগে জব্বার একটি নিষিদ্ধ ঘোষিত চরমপন্থি দলের সদস্য হিসেবে কাজ করতেন।

অভিযানে জব্বারের বাড়ির শয়নকক্ষ থেকে একটি বাক্সের মধ্যে মাটির হাড়িতে রাখা ৫টি, দুটি প্লাস্টিকের ড্রামে প্যাকেটের মধ্যে রাখা ৫টি বোমা উদ্ধার করা হয়। এ ছাড়া, ওই ঘর থেকে বোমা তৈরি ও মাদক সেবনের সরঞ্জামও উদ্ধার করা হয় বলে জানান ওসি।

ওসি আরও বলেন, 'জব্বারকে এখনো আটক করা যায়নি। অভিযান চলছে। বোমাগুলো প্রাথমিকভাবে নিষ্ক্রিয় করা হয়েছে।'

Comments

The Daily Star  | English

Yunus in Rome to attend Pope Francis' funeral

The chief adviser is visiting the Vatican to attend Pope Francis' funeral

3h ago