মোহাম্মদপুরে আগুনে বস্তির ১৫০ ঘর পুড়ে ছাই
ঢাকার মোহাম্মদপুরে বস্তিতে আগুন লেগে অন্তত ১৫০টি ঘর পুড়ে গেছে। আজ ভোরের দিকে বস্তিটিতে আগুন লাগে। আগুনে কোন হতাহতের ঘটনা ঘটেনি।
মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জামালউদ্দিন মির দ্য ডেইলি স্টারকে বলেন, ভোর ৪টার দিকে শিয়া মসজিদের পাশে বাশবাড়ি বস্তিতে আগুন লাগে।
ফায়ার সার্ভিসের ১৩টি ইউনিট ভোর ৫টা ২৫ মিনিটের দিকে আগুন নেভাতে সক্ষম হয় বলে বাহিনীরটির একজন কর্মকর্তা জানিয়েছেন। তিনি আরও জানান, আগুনে অন্তত ১৫০টি বস্তিঘর পুড়ে গেছে। আগুন লাগার কারণ তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।
Comments