রমজানে মাংসের বাজারে স্বস্তি

beef price
আসন্ন রমজানে ঢাকায় মাংসের নতুন দাম নির্ধারণ করা হয়েছে। ছবি: ফাইল ফটো

আসন্ন রমজানে গরু এবং খাসির মাংসের বাজারে কিছুটা স্বস্তি পাবেন ক্রেতারা। রমজানকে সামনে রেখে গরু এবং খাসির মাংসের বর্তমান দামের তুলনায় কমেছে প্রতি কেজিতে ২৫ টাকা।

মাংস ব্যবসায়ীদের সঙ্গে এক বৈঠক শেষে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র সাঈদ খোকন রমজান উপলক্ষে গরুর মাংসের দাম নির্ধারণ করেন কেজি প্রতি ৪৭৫ টাকা এবং খাসির মাংস ৭২৫ টাকা।

বৈঠক শেষে বাংলাদেশ মাংস ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক সাংবাদিকদের বলেন, “রমজানের সময় সিটি কর্পোরেশন দ্বারা নির্ধারিত মূল্যেই মিলবে গরু এবং খাসির মাংস।”

বৈঠকে মহিষের মাংসের দাম কেজি প্রতি ৪৪০ টাকা এবং ভেড়ার মাংস ৬২০ টাকা নির্ধারণ করা হয়েছে বলেও তিনি উল্লেখ করেন।

এদিকে, টিসিবির নির্ধারিত তালিকা অনুসারে প্রতি কেজি গরুর মাংসের দাম রয়েছে ৪৮০ টাকা এবং খাসির মাংসের বাজার মূল্য ৬৫০ টাকা।

তবে, খোলা বাজার ঘুরে দেখা যায় প্রতি কেজি গরুর মাংস কিনতে একজন ক্রেতাকে গুনতে হচ্ছে ৫০০ টাকা এবং খাসির মাংসের ক্ষেত্রে সেটা প্রায় ৭৫০ টাকা।

অন্যদিকে, গত বছরের তুলনায় এ বছর গরুর মাংসে প্রতি কেজিতে ৫৫ টাকা এবং খাসির মাংসে প্রতি কেজিতে ১৪৫ টাকা করে বাড়তি গুনতে হবে ক্রেতাদের।

 

Click here to read the English version of this news

Comments

The Daily Star  | English

Yunus inaugurates month-long programme on July uprising

The chief adviser said the annual observance aimed to prevent the reemergence of authoritarian rule in the country

14m ago