রমজানে নতুন অফিস সময়
এ বছর পবিত্র রমজান মাসের জন্য অফিসের নতুন সময় নির্ধারণ করে দিয়েছে সরকার। সকাল ৯টা থেকে বিকাল সাড়ে ৩টা পর্যন্ত অফিস চলবে।
আজ সচিবালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠকে পরিবর্তিত অফিস সময়ের বিষয়ে সিদ্ধান্ত হয়েছে। বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব শফিউল আলম সাংবাদিকদের এই তথ্য জানিয়েছেন।
মন্ত্রিপরিষদ সচিব জানান, পরিবর্তিত সময়সূচি অনুযায়ী দুপুর সোয়া ১টা থেকে নামাজের জন্য ১৫ মিনিট বিরতি থাকবে। সকল সরকারি, অধা সরকারি, স্বায়ত্তশাসিত ও আধা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে এই সময়সূচি প্রযোজ্য হবে।
চাঁদ দেখা যাওয়ার ওপর ভিত্তি করে চলতি মাসের শেষ সপ্তাহে রমজান শুরু হবে।
তবে সুপ্রম কোর্ট, হাসপাতাল, ব্যাংক, বীমা, জরুরি সেবা প্রদানকারী প্রতিষ্ঠানগুলো নিজেরাই অফিস সময় নির্ধারণ করবে বলে তিনি যোগ করেন।
Comments