রমজানে ব্যাংক খোলা সাড়ে ৯টা থেকে ৪টা পর্যন্ত
রমজানে ব্যাংকে লেনদেনের নতুন সময় নির্ধারণ করা হয়েছে। কেন্দ্রীয় ব্যাংক থেকে জানানো হয়েছে, রমজান মাসে সব ব্যাংক সকাল সাড়ে ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত খোলা থাকবে।
ব্যাংক কর্মীরা দুপুর সোয়া ১টা থেকে দেড়টা পর্যন্ত নামাজের বিরতি পাবেন। বাংলাদেশ ব্যাংকের এক বিবৃতিতে আজ এসব তথ্য জানানো হয়েছে।
এই এক মাস বছরের অন্য সময়ের মত শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি হিসেবে ব্যাংক বন্ধ থাকবে।
ব্যাংকের পাশাপাশি রমজান মাসে সকল সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত ও আধা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান সরকার নির্ধারিত নতুন সময় অনুযায়ী চলবে। সকাল ৯টায় শুরু হয়ে বিকাল সাড়ে তিনটা পর্যন্ত এসব অফিসে কার্যক্রম চলবে। একইভাবে নামাজের জন্য থাকবে ১৫ মিনিটের বিরতি।
চাঁদ দেখার ওপর ভিত্তি করে এ মাসের শেষ সপ্তাহে রমজান শুরু হবে।
আরও পড়ুন: রমজানে নতুন অফিস সময়
Comments