রাজধানীর শ্যামপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ২

রাজধানীর শ্যামপুর এলাকায় আজ ভোরে একটি দ্রুতগামী ট্রাক দাঁড়িয়ে থাকা অপর একটি ট্রাককে ধাক্কা দিলে মারা যান দুজন এবং আহত হোন একজন।
শ্যামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ আব্দুর রাজ্জাক বলেন, “নিহতের মধ্যে একজন হলেন দাঁড়িয়ে থাকা ট্রাকের চালক শমসের আলী (৫০) এবং অপরজন সালাম (৪৫)। আহত ব্যক্তির নাম শাহ আলম বলে জানা গেছে।”
প্রত্যেক্ষদর্শীদের বরাত দিয়ে পুলিশ জানায়, আজ ভোর ৪টার দিকে এই দুর্ঘটনাটি ঘটে। এতে ঘটনাস্থলেই শমসেরের মৃত্যু হয়।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে সালাম এবং শাহ আলমকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। সেখানে সকাল ৬টায় সালামকে মৃত ঘোষণা করা হয়।
দুর্ঘটনার পর অপর ট্রাকের চালক পালিয়ে যান বলেও পুলিশ উল্লেখ করে।
Comments