শোবার ঘরের দেয়ালে ২৭টি গোখরা সাপ!
রাজশাহী শহরের একটি বাড়ির মাটির দেয়ালে গর্ত করে বাস করছিলো অনেকগুলো সাপ। সেগুলোর মধ্যে ২৭ টিকে মারা হয়। স্থানীয়দের ধারণা সবগুলোই ছিলো গোখরা সাপ।
আমাদের স্থানীয় সংবাদদাতা জানান, একটি বেসরকারি টেলিকম সংস্থায় কাজ করেন মাজদার আলী। তাঁর বাড়িতেই বাস করছিলো সেই সাপগুলো।
গত রাত ১০টায় মাজদার বাসায় ফিরে তাঁর ঘরের মেঝেতে একটি সাপ দেখতে পান। এরপর, আলমারির নিচে আরও দুটি সাপ দেখতে পান তিনি।
দ্য ডেইলি স্টারকে মাজদার বলেন, “আমি লাঠি দিয়ে তক্ষুনি সেগুলো মেরে ফেলি। আমি অনেক ভয় পেয়ে গিয়েছিলাম। আমার স্ত্রী ও ছেলে ঘরে ঘুমাচ্ছিল। মুরুব্বীরা বলেছেন এগুলো গোখরা সাপ।”
এরপর, আজ ভোরে ঘুম থেকে উঠে সাপের গর্ত খুঁজতে নামেন মাজদার। ঘরের দেয়ালে কয়েকটি ইঁদুরের গর্তে তিনি আরও কয়েকটি সাপ দেখতে পান। গর্তে গরম পানি ঢেলে একে একে ২৭টি সাপ বের করে সেগুলোকে হত্যা করা হয়।
মাজদারের ভাই সাইদার আলী (৪২) জানান, তাদের বাড়িটি অনেক পুরনো। জন্মের পর থেকে এ বাড়িতেই তিনি বসবাস করছেন। তিনি বলেন, “বাড়ির দেয়ালে ইঁদুরের অনেকগুলো গর্ত রয়েছে। হয়তো, খাবার সংগ্রহ করতে সাপগুলো এখানে বাসা বেঁধেছে।”
সাইদারের ভয়, বাড়িতে আরও সাপ থাকতে পারে।
রাজশাহী বন বিভাগের একজন কর্মকর্তা এসএম সাজ্জাদ হোসেন দ্য ডেইলি স্টারকে বলেন, এখন পর্যন্ত এ বিষয়ে তারা কোন অভিযোগ পাননি।
Comments