রাজশাহীতে ‌জঙ্গি আস্তানায় অভিযান, নিহত ৬

rajshahi militant
রাজশাহীর গোদাগাড়ি উপজেলায় একটি জঙ্গি আস্তানায় আজ সকালে অভিযানকালে পাঁচ সন্দেহভাজন জঙ্গি এবং ফায়ার সার্ভিসের একজন সদস্যসহ মোট ছয়জন নিহত হোন। ছবি: প্রথম আলো-র সৌজন্যে

রাজশাহীর গোদাগাড়ি উপজেলায় একটি জঙ্গি আস্তানায় আজ সকালে অভিযানকালে পাঁচ সন্দেহভাজন জঙ্গি এবং ফায়ার সার্ভিসের একজন সদস্যসহ মোট ছয়জন নিহত হয়েছেন। এই অভিযানে আরও কয়েকজন আহত হয়েছেন।

গোদাগাড়ি থানার ওসি হিবজুর আলম মুন্সি দ্য ডেইলি স্টারকে জানান, “নিহত জঙ্গিদের মাঝে একজন নারী রয়েছেন।”

পুলিশের বরাত দিয়ে আমাদের রাজশাহী স্টাফ সংবাদদাতা জানান, গোদাগাড়ির হাবাজপুর এলাকায় একটি বাড়িতে কয়েকজন জঙ্গি থাকতে পারে এমন খবরে আজ রাত ৩টার দিকে পুলিশ সেই বাড়িটি ঘিরে ফেলে।

বাড়িটির ভেতরে সম্ভাব্য বোমা নিস্ক্রিয় করার জন্য সকাল ৭টা ৫০ মিনিটের দিকে ফায়ার সার্ভিসের সদস্যরা জলকামান ব্যবহার করেন।

সকাল ৮টার দিকে সেই বাড়ির ভেতর থেকে সুইসাইড ভেস্ট পরিহিত তিনজন নারীসহ ছয় ‘জঙ্গি’ বের হয়ে আসে এবং একজন ফায়ার সার্ভিসের সদস্যকে ছুরিকাঘাত করে। এরপর, আইনশৃঙ্খলাবাহিনীর সঙ্গে তাদের বন্দুকযুদ্ধ শুরু হয়।

 

Click here to read the English version of this news

Comments

The Daily Star  | English

US urges India, Pakistan to communicate to 'avoid miscalculation'

Rubio placed telephone calls to the rivals' top diplomats and, for the first known time since the conflict erupted

25m ago