রায়ে পুরোপুরি সন্তুষ্ট হতে পারেননি নজরুলের শ্বশুর

রায়ে পুরোপুরি খুশি হতে পারেননি নিহত নজরুলের শ্বশুর শহীদ চেয়ারম্যান। ছবি: তুহিন শুভ্র অধিকারী

রায়ে পুরোপুরি খুশি হতে পারেননি নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্যানেল মেয়র নজরুল ইসলামের শ্বশুর শহীদ চেয়ারম্যান।

তিনি বলেন, “রায়ে আমি পুরোপুরি খুশি হতে পারিনি। এর কারণ হলো, তদন্ত প্রতিবেদনে থাকা পাঁচজনের নাম অভিযোগপত্র থেকে বাদ দেওয়া হয়েছে।” তার অভিযোগ, দলের লোকদের বাঁচাতে শামীম ওসমান এই কাজ করিয়েছেন।

তবে রায়ে সন্তুষ্ট হয়েছেন নজরুলের স্ত্রী সেলিনা ইসলাম। উচ্চ আদালতেও এই রায় বহাল থাকবে বলে তিনি আশা প্রকাশ করেন।

সেলিনা বলেন, “রায়ে সন্তুষ্ট হলেও দণ্ড কার্যকর না হওয়া পর্যন্ত বিজয় সূচক ‘V’ চিহ্ন দেখাবো না আমি।”

সেসময় আইনজীবী চন্দন সরকারের ড্রাইভার ইবরাহিমকেও হত্যা করে ঘাতকরা। ইবরাহিমের বাবা আব্দুল ওয়াহাব রায়ে সন্তোষ প্রকাশ করেছেন। ইবরাহিমের স্ত্রী হানুফা বেগম রায়ে সন্তুষ্ট থাকার কথা জানালেও পলাতকদের দ্রুত গ্রেফতার দাবি জানিয়েছেন তিনি।

২০১৪ সালের ২৭ এপ্রিল ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোড থেকে নজরুল ও জ্যেষ্ঠ আইনজীবী চন্দন সরকারসহ সাত জনকে অপহরণ করা হয়। পরবর্তীতে শীতলক্ষ্যায় তাদের লাশ ভাসমান অবস্থায় পাওয়া যায়।

Click here to read the English version of this news

Comments

The Daily Star  | English
Tarique Rahman on interim government

Interim govt must not be allowed to fail: Tarique addresses BNP rally

Thousands join BNP rally from Nayapaltan to Manik Mia Avenue

9h ago