রোহিঙ্গাদের ত্রাণবাহী ট্রাক খাদে পড়ে নিহত ৯
বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলায় রেডক্রিসেন্টের একটি ত্রাণবাহী ট্রাক খাদে পড়ে নয় জন নিহত হয়েছেন। ট্রাকটিতে রোহিঙ্গা শরণার্থীদের জন্য ত্রাণ নিয়ে যাওয়া হচ্ছিল।
নিহতদের পরিচয় সম্পর্কে তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। তারা নাইক্ষ্যংছড়ির বড় শনখোলায় রোহিঙ্গাদের মাঝে বিতরণের জন্য ট্রাকটিতে করে ত্রাণ নিয়ে যাচ্ছিলেন।
রেড ক্রিসেন্ট সোসাইটির সেক্রেটারি একেএন জাহাঙ্গীর বাংলা দৈনিক প্রথম আলোকে জানান, পাহাড়ি পথ দিয়ে যাওয়ার সময় আজ সকাল পৌনে ৮টার দিকে ট্রাকটি রাস্তা থেকে ছিটকে পড়ে।
বান্দরবান জেলা প্রশাসক দীলিপ বনিককে উদ্ধৃত করে আমাদের স্থানীয় প্রতিনিধি জানান, এই দুর্ঘটনায় ছয় জন সেখানেই নিহত হন। আহতদের উদ্ধার করে নাইক্ষ্যংছড়ি উপজেলা হাসপাতালে নেওয়ার পর আরও তিন জন মারা যান। আহত একজনকে কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি ভর্তি করা হয়েছে।
Comments