রোহিঙ্গাদের দেখতে কক্সবাজারে যাবেন প্রধানমন্ত্রী

মিয়ানমার থেকে প্রাণ ভয়ে প্রতিবেশী বাংলাদেশে পালিয়ে আসা রোহিঙ্গাদের দেখতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী মঙ্গলবার (১২ সেপ্টেম্বর) কক্সবাজার যাবেন।
তিনি জেলার উখিয়া উপজেলায় কুতুপালং শরণার্থী শিবির পরিদর্শন করবেন। প্রধানমন্ত্রীর উপ প্রেস সচিব আসিফ কবির দ্য ডেইলি স্টারকে আজ এ তথ্য জানান।
এদিকে, জাতিসংঘের হিসাব অনুযায়ী নতুন করে প্রায় তিন লাখ রোহিঙ্গা বাংলাদেশে আশ্রয় নিয়েছেন। সংস্থাটি শরণার্থীদের জন্যে ৭৭ মিলিয়ন ডলারের জরুরি সাহায্যের আবেদনও জানিয়েছে।
বিশ্বব্যাপী মানবাধিকার সংস্থাগুলো মিয়ানমারের রাখাইন রাজ্যে সহিংসতা বন্ধে দেশটির ওপর চাপ সৃষ্টি করে যাচ্ছে। এছাড়াও, বাংলাদেশ সরকার মিয়ানমার সরকারকে ক্রমাগত অনুরোধ করে যাচ্ছে তাদের নাগরিকদের ফিরিয়ে নেওয়ার জন্যে।
Comments