রোহিঙ্গাদের বাড়ি ফেরা নিশ্চিত করুন: কফি আনান

Rohingya refugee Child
ছবি: আনিসুর রহমান

শরণার্থী হয়ে বাংলাদেশে যাওয়া রোহিঙ্গারা যেন মিয়ানমারে তাদের নিজ বাড়িতে ফিরতে পারে সে ব্যবস্থা গ্রহণের আহ্বান জানিয়েছেন জাতিসংঘের সাবেক মহাসচিব কফি আনান। শুক্রবার তিনি বলেন, মিয়ানমারে নতুন করে কোনো ক্যাম্পে নয়, রোহিঙ্গাদের বাড়ি ফেরা নিশ্চিত করতে হবে।

২৫ আগস্ট রোহিঙ্গাবিরোধী সহিংস সেনা অভিযান শুরু হওয়ার পর থেকে প্রায় এক লাখ ২০ হাজার রোহিঙ্গা রাখাইনের রাজধানী সিত্তের পাশে বিভিন্ন ক্যাম্পে রয়েছেন। সংখ্যালঘু সম্প্রদায়টির পাঁচ লাখের বেশি মানুষ বাংলাদেশে আশ্রয় নিয়েছে।

রাখাইনের সংকট নিয়ে গঠিত কমিশনের প্রধান হিসেবে দায়িত্ব পালন করেছেন কফি আনান। শুক্রবার তিনি জাতিসংঘের নিরাপত্তা পরিষদের অনানুষ্ঠানিক বৈঠকে উপস্থিত হয়ে রোহিঙ্গা সংকট নিয়ে তার পর্যবেক্ষণ তুলে ধরেন।

তিনি বলেন, রোহিঙ্গারা যেন সসম্মানে বাড়ি ফিরতে পারে ও নিজেদের নিরাপদ ভাবতে পারে সেই পরিবেশ তৈরি করার দায়িত্ব মিয়ানমার সরকারেরই। তারা যেন গোলযোগপূর্ণ রাজ্যটিতে নিজেদের প্রতিষ্ঠিত করতে পারে সে জন্যেও সরকারের সহায়তা করা উচিত।

তবে কফি আনানের এই বক্তব্যের পর জাতিসংঘের মিয়ানমারের কূটনৈতিক মিশনের সাথে যোগাযোগ করা হলেও তাদের কোনো মন্তব্য পাওয়া যায়নি।

দারিদ্রপীড়িত রাখাইন রাজ্যে রোহিঙ্গারা যুগ যুগ ধরে বসবাস করলেও মিয়ানমার সরকার তাদেরকে নিজ দেশের নাগরিক হিসেবে স্বীকার করে না। ১৯৮২ সালে তাদের নাগরিকত্ব কেড়ে নেওয়া হয়। তাদের দাবি, রোহিঙ্গারা বাংলাদেশ থেকে মিয়ানমারে যাওয়া বাঙালি।

গত ২৫ আগস্ট বিদ্রোহী দমনের নামে নিধন অভিযান শুরু হওয়ার পর থেকে প্রায় এক লাখ ২০ হাজার রোহিঙ্গা রাখাইনের রাজধানী সিত্তের পাশে বিভিন্ন ক্যাম্পে রয়েছেন। এছাড়াও প্রাণে বাঁচতে পাঁচ লাখেরও বেশি সংখ্যালঘু রোহিঙ্গা বাংলাদেশে প্রবেশ করেছে।

Click here to read the English version of this news

Comments

The Daily Star  | English

Police struggle as key top posts lie vacant

Police are grappling with operational challenges as more than 400 key posts have remained vacant over the past 10 months, impairing the force’s ability to combat crime. 

12h ago