লঞ্চ, বিমান চলাচল শুরু

water vessel
ছবি: স্টার ফাইল ফটো

ঘূর্ণিঝড় “মোরা”-র প্রভাব ধীরে ধীরে কেটে যাওয়ার পর লঞ্চ ও বিমান চলাচল আবার শুরু হয়েছে।

এর আগে গতকাল খারাপ আবহাওয়ার কারণে সারাদেশে লঞ্চ চলাচল এবং চট্টগ্রাম ও কক্সবাজারে বিমান চলাচল বন্ধ করে দেওয়া হয়।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের যুগ্ম পরিচালক জয়নুল আবেদিন জানান, প্রাথমিকভাবে, আজ দুপুর আড়াইটা থেকে বড় লঞ্চগুলোর চলাচল শুরু হয়েছে।

এদিকে, চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর আজ দুপুর দুইটার দিকে খুলে দেওয়া হয়। বিমানবন্দরের ম্যানেজার উইং কমান্ডার রিয়াজুল কবির আমাদের স্থানীয় সংবাদদাতাকে বিষয়টি নিশ্চিত করেছেন।

বিমান উঠানামার জন্য বন্দরটি প্রস্তুত রয়েছে বলেও তিনি উল্লেখ করেন।

ঘূর্ণিঝড় “মোরা”য় এখন পর্যন্ত পাঁচ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। তাঁদের মধ্যে কক্সবাজারে তিন ও রাঙ্গামাটিতে দুজন নিহত হয়েছেন। সেই সঙ্গে বৃষ্টি ঝরিয়ে দুর্বল হতে শুরু করেছে ঘূর্ণিঝড়টি। ইতোমধ্যে চট্টগ্রামে বাতাসের গতি কমতে শুরু করেছে।

কক্সবাজারে তিন জনের মধ্যে দুজন গাছের চাপায় ও একজন একটি আশ্রয়কেন্দ্রে আতঙ্কিত হয়ে মারা গেছেন। রাঙ্গামাটিতে দুজনই গাছের চাপায় মারা গেছেন বলে আমাদের স্থানীয় প্রতিনিধি জানিয়েছেন।

আবহাওয়া অফিস জানিয়েছে, ঘূর্ণিঝড় “মোরা”-র প্রভাবে আজ দেশের বিভিন্ন জায়গায় ঝড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। আগামী ১২ ঘণ্টা পর্যন্ত এই দুর্যোগপূর্ণ আবহাওয়া অব্যাহত থাকবে। তবে সূর্যের মুখ দেখতে আগামীকাল পর্যন্ত অপেক্ষা করতে হবে।

বঙ্গোপসাগরে তৈরি হওয়া ঘূর্ণিঝড় “মোরা” আজ সকাল ৬টা নাগাদ কুতুবদিয়া উপকূলে আঘাত করে। তবে আশার কথা হল ঘূর্ণিঝড়ে যতটা আশঙ্কা ছিল সে পরিমাণে সম্পদহানি হয়নি।

Comments

The Daily Star  | English
political reform in Bangladesh

Pathways to a new political order

The prospects for change are not without hope in Bangladesh.

11h ago