লন্ডনে অগ্নিকাণ্ডে নিহতদের মধ্যে দুজন বাংলাদেশি

ব্রিটেনের লন্ডনে গ্রেনফেল টাওয়ারে অগ্নিকাণ্ডে নিহতদের মধ্যে দুজন বাংলাদেশি নারী থাকার কথা নিশ্চিত করেছে লন্ডন পুলিশ।
লন্ডনে বাংলাদেশ হাইকমিশন থেকে পুলিশকে উদ্ধৃত করে এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয় নিহত দুজন হলেন, রাবেয়া বেগম (৬৫) ও হুসনা বেগম (২২)। তারা বাংলাদেশ ও ব্রিটেন উভয় দেশের পাসপোর্টধারী।
গত ১৪ জুন মধ্যরাতে লন্ডনের ২৪তলা গ্রেনফেল টাওয়ারে আগুন লেগে ৭৯ জন মানুষ মারা যান। ভয়াবহ এই অগ্নিকাণ্ডে প্রায় পুরো ভবনটিই পুড়ে গেছে।
Comments