লন্ডনে এসিড হামলায় আহত ৬
লন্ডনে একটি শপিং সেন্টারকে ঘিরে একদল যুবকের এসিড হামলায় অন্তত ছয় জন আহত হয়েছেন। স্থানীয় সময় শনিবার রাত ৮টার দিকে পূর্ব লন্ডনে কয়েক দফায় এই এসিড হামলার ঘটনা ঘটে। তবে একে সন্ত্রাসী হামলা হিসেবে দেখছে না লন্ডন পুলিশ।
পুলিশ জানায়, স্ট্র্যাটফোর্ড সেন্টারের আশপাশে এই হামলাগুলো হয়। এর আগে তারা জানিয়েছিল ওয়েস্টফিল্ড শপিং সেন্টারের দিকে এসিড হামলা হয়। দুটি শপিং সেন্টারই কাছাকাছি জায়গায় অবস্থিত। তবে এর মধ্যে ওয়েস্টফিল্ড শপিং সেন্টারটি তুলনামূলকভাবে বড়।
লন্ডন মেট্রোপলিটন পুলিশ এক বিবৃতিতে জানায়, ভিন্ন ভিন্ন জায়গায় বেশ কয়েকজন আহত হয়েছে। আহতদের সংখ্যা ছয় জন হতে পারে। বিবৃতিতে আরও বলা হয়, শারীরিক ক্ষতি সাধনের অভিযোগে একজনকে আটক করা হয়েছে। তবে এর সাথে সন্ত্রাসবাদী সংশ্লিষ্টতার সম্ভাবনা দেখছে না পুলিশ।
গত কয়েক বছর ধরেই লন্ডনে এসিড হামলার ঘটনা বাড়ছে। ডাকাতি ও গ্যাং সংশ্লিষ্ট ঘটনায় এসব হচ্ছে। এধরনের হামলা ঠেকাতে গত জুলাই মাসে কড়া আইন করারও ঘোষণা দিয়েছিল ব্রিটিশ সরকার। এসিড হামলার ঘটনায় সাজা বাড়ানোর কথা ভাবা হচ্ছে বলে জানানো হয়েছিল তখন।
Comments