লিটল ম্যাগাজিন ‘রূপসা’র মোড়ক উন্মোচন
খুলনা থেকে প্রকাশিত মাকসুদ জামান শাশ্বত এবং সুব্রত বিশ্বাস সম্পাদিত সাহিত্য ও সংস্কৃতির ষাণ্মাসিক লিটল ম্যাগাজিন ‘রূপসা’র প্রথম সংখ্যার মোড়ক উন্মোচন হয়েছে বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন (বিএমএ) ভবনের মিলনায়তনে।
সোমবার সন্ধ্যায় মোড়ক উন্মোচন অনুষ্ঠানে অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন একুশে পদকপ্রাপ্ত স্বনামধন্য চলচ্চিত্রকার তানভীর মোকাম্মেল, পশ্চিমবাংলার লেখক ও সম্পাদক সুশীল সাহা, শিক্ষাবিদ ও গবেষক অসিতবরণ ঘোষ, লেখক শরীফ আতিক-উজ-জামান, সম্মিলিত সাংস্কৃতিক জোট খুলনার আহ্বায়ক হুমায়ুন কবির ববি এবং সচেতন নাগরিক কমিটি (সনাক) খুলনার সদস্য সৈয়দ মনোয়ার আলী।
Comments