চলন্ত বাস থেকে মাথা বের করে প্রাণ গেল এসএসসি পরীক্ষার্থীর
রাজধানীর মহাখালীতে বাসের জানালা দিয়ে মাথা বের করে ল্যাম্পপোস্টের সঙ্গে ধাক্কা লেগে এক এসএসসি পরীক্ষার্থী নিহত হয়েছে।
নিহত সাকিবুল ইসলাম (১৬) বনানী বিদ্যানিকেতনের ছাত্র ছিল। ইংরেজি প্রথম পত্র পরীক্ষা দিতে ঢাকা সেনানিবাস এলাকায় যাওয়ার পথে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
বনানী থানার উপ পরিদর্শক গোলাম রব্বানি বলেন, সকাল সাড়ে ৯টার দিকে মায়ের সাথে শহীদ রমিজউদ্দিন ক্যান্টনমেন্ট স্কুল ও কলেজে পরীক্ষার দিতে যাচ্ছিল সাকিবুল। মহাখালী ফ্লাইওভারের কাছে বাসের জানালা দিয়ে মাথা বের করলে একটি ল্যাম্পপোস্টের সঙ্গে ধাক্কা লেগে মারাত্মকভাবে আহত হয় সে।
দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পর সাকিবুলকে মৃত ঘোষণা করা হয়। তার বাবার নাম জাহাঙ্গীর আলম। বাড্ডা এলাকায় তাদের বাসা।
Comments