শতভাগ বাতাসের শক্তিতে চলছে রেলগাড়ি
বৈশ্বিক উষ্ণতার ফলে পৃথিবী জুড়ে বাড়ছে বিকল্প জ্বালানীর ব্যবহার। সূর্যের তাপশক্তি ব্যবহারের পাশাপাশি বাতাসের শক্তিকে কাজে লাগানোর ক্ষেত্রেও আসছে নতুন নতুন প্রযুক্তি। এ ক্ষেত্রে অনুসরণীয় এক দৃষ্টান্ত সৃষ্টি করেছে নেদারল্যান্ডস।
এ বছরই নেদারল্যান্ডসের রেল যোগাযোগ ব্যবস্থায় জ্বালানী তেলের পরিবর্তে শতভাগ বায়ুশক্তির ব্যবহার নিশ্চিত করা হয়েছে। আশা করা যায়, দেশটির এই প্রচেষ্টায় অনুপ্রাণিত হবে বিশ্বের অন্যান্য দেশগুলোও।
ক্রমবর্ধমান জনসংখ্যার চাপ সামলাতে গিয়ে গণযোগাযোগ ব্যবস্থাকে নতুন করে ঢেলে সাজাতে উন্নত দেশগুলো কাজ করে যাচ্ছে অনেক বছর আগে থেকেই। এ জন্যে চাকাহীন বুলেট ট্রেন ও ঝামেলামুক্ত রোবট গাড়িও আনতে হয়েছে বাজারে।
কিন্তু, এ ক্ষেত্রে নেদারল্যান্ডস যেন এগিয়ে গেল আরও কয়েক ধাপ। বৈজ্ঞানিক কল্পকাহিনী ছেড়ে বাস্তবতার পথে পা বাড়িয়েছে ইউরোপের ছোট্ট এই দেশটি। ডাচ সরকারের এমন বাস্তববাদী পদক্ষেপের ফলে এখন প্রতিদিন প্রায় ১০ লাখ মানুষ চলাফেরা করছেন কোনরকম বায়ু দূষণ ছাড়াই।
এ বছরের শুরুতে ন্যাশনাল ডাচ রেল সার্ভিস ঘোষণা দেয়, তাদের বৈদ্যুতিক ট্রেনগুলো এখন নবায়নযোগ্য বায়ুশক্তিতে চলছে। এই যুগান্তকারী সিদ্ধান্ত পৃথিবীর অন্যান্য দেশও গ্রহণ করতে পারে। আর তা হলে একদিকে যেমন কমবে জ্বালানী খরচ অন্যদিকে কমবে প্রকৃতির ওপর অত্যাচার।
যখন শত বছরের যান্ত্রিক দূষণে বিপর্যস্ত হয়ে পড়ছে পৃথিবী ঠিক এমন সময় গণযোগাযোগ ক্ষেত্রে জ্বালানী হিসেবে প্রকৃতি-বান্ধব ও নবায়নযোগ্য বায়ু শক্তির সফল ব্যবহার মানব সভ্যতাকে নিয়ে যাবে নতুন এক উচ্চতায়।
তথ্যসূত্র: বিবিসি
Comments