শ্বশুরবাড়ি থেকে ইয়াবাসহ জামাই আটক
ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে ইয়াবা সেবন ও বিক্রির অভিযোগে শ্বশুরবাড়ি থেকে হারুন মিয়া (৩০) নামে এক জামাইকে আটকের পর, এক বছরের কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত।
আজ দুপুরে উপজেলা নিবার্হী কর্মকর্তা ও নিবার্হী ম্যাজিস্ট্রেট মো. লিয়াকত আলী এ দন্ডাদেশ দেন।
দন্ডপ্রাপ্ত হারুণ ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে উপজেলার ধরমন্ডল ইউনিয়নের ধরমন্ডল গ্রামের ফিরোজ মিয়ার মেয়ের জামাই ও হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার গণেশপুর গ্রামের নুর আলীর ছেলে।
ভ্রাম্যমান আদালতের বিষয়টি নিশ্চিত করে নাসিরনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবু জাফর জানান, ইয়াবা সেবন ও বিক্রি করছে এমন খবরে এলাকাবাসী শ্বশুরবাড়ি থেকে ইয়াবাসহ হারুণকে আটকের পর পুলিশে সোপর্দ করে।এরপর হারুণকে উপজেলা নিবার্হী কর্মকর্তা মো. লিয়াকত আলীর আদালতে হাজির করা হলে উপজেলা নির্বাহী কর্মকর্তা তাকে দন্ডাদেশ দেন।
Comments