শান্তি ও সমৃদ্ধি কামনায় উদযাপিত হচ্ছে ঈদ
বিপুল উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে সারা দেশে পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হচ্ছে।
আজ সকাল সাড়ে ৮টায় হাইকোর্ট সংলগ্ন জাতীয় ঈদগাহে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হয়। এখানে নামাজ আদায় করেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। বিভিন্ন রাজনৈতিক দলের নেতা, মন্ত্রিসভার সদস্য, সুপ্রিম কোর্টের বিচারপতি, কূটনীতিক, সরকারি কর্মকর্তাসহ সব শ্রেণি-পেশার মানুষ রাষ্ট্রপতির সাথে ঈদ জামাতে অংশ নেন।
অন্যদিকে জাতীয় মসজিদ বায়তুল মোকারমে ঈদের পাঁচটি জামাত অনুষ্ঠিত হয়েছে। সেখানে সকাল ৭টায়, ৮টায়, ৯টায়, ১০টায় ও পৌনে ১১টায় ঈদ জামাত অনুষ্ঠিত হয়।
কিশোরগঞ্জের শোলাকিয়ায় কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে সকাল ১০টায় দেশের সর্ববৃহত ঈদ জামাত হয়েছে।
আজ দেশের সরকারি ভবনগুলোতে জাতীয় পতাকা উত্তোলিত থাকবে। সেই সাথে গুরুত্বপূর্ণ সড়ক ও সড়ক দ্বীপগুলো জাতীয় পতাকার সাথে বাংলা ও আরবিতে ‘ঈদ মোবারক’ লেখা পতাকায় সজ্জিত করা হয়েছে। ঈদ উপলক্ষে সরকারি ভবনগুলোতে আলোকসজ্জারও ব্যবস্থা করা হয়েছে।
বিটিভিসহ অন্যান্য টেলিভিশন চ্যানেল, বাংলাদেশ বেতার ও বেসরকারি রেডিও স্টেশনগুলো ঈদের বিশেষ অনুষ্ঠান সম্প্রচার করছে। দেশের বিভিন্ন হাসপাতাল, কারাগার, সরকারি শিশু হোমগুলোতে ঈদ উপলক্ষে উন্নত খাবার পরিবেশন করা হচ্ছে।
রাষ্ট্রপতি আব্দুল হামিদ, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া পৃথক বিবৃতি দিয়ে দেশবাসীর প্রতি ঈদের শুভেচ্ছে জানিয়েছেন।
নির্বিঘ্নে ঈদ উদযাপন ও অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে দেশব্যাপী নিরাপত্তা জোরদার করা হয়েছে।
Comments